দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অক্টোবর প্রায় শেষ হতে চলল অর্থাৎ নিয়ম অনুযায়ী আনলক ৬ এর নতুন গাইডলাইনস হাতে চলে আসার কথা ছিল। তবে সূত্রের খবর সে পথে হাঁটল না কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রকের সুত্রে খবর নতুন করে কোনও শিথিলতা ঘোষণা করা হচ্ছে না। এই মুহূর্তে অর্থাৎ আনলক ৫ এ যা নিয়ম আছে সেটিই বলবৎ থাকবে আগামী ৩০ শে নভেম্বর অবধি।
খুব স্বভাবিকভাবেই আনলক ৫ বহাল থাকার অর্থ হল এখনও চালু হচ্ছে না লোকাল ট্রেন। শুধুমাত্র যেসব রাজ্য লোকাল ট্রেন চালানোর অনুরোধ করছে, সেখানেই ট্রেন চালাচ্ছে রেল মন্ত্রক। ট্র্যাভেল বাবল ছাড়া অন্যান্য রুটে বন্ধ থাকল আন্তর্জাতিক বিমান পরিষেবা। সিনেমা হলে ৫০ শতাংশের বেশি দর্শক প্রবেশ এ থাকছে নিষেধাজ্ঞা। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের দায়ও থাকছে সংশ্লিষ্ট রাজ্য সরকারের ওপর। বদ্ধ যায়গায় সামাজিক অনুষ্ঠানে ২০০ লোক জমায়েতের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকল।
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর বিগত কিছুদিনে দেশে হুহু করে নতুন করোনা রোগীর সংখ্যা কমলেও উৎসবের মরশুমে এই সংখ্যাটি হটাত্ করেই বাড়তে পারে, সেই আশঙ্কাও একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই স্বরাষ্ট্রমমন্ত্রক বলেছে যে সবাইকে সম্পুর্ণভাবেই করোনা বিধি মেনে চলতে হবে। আর পূর্বের নির্দেশ মতই কনটেনমেন্ট জোনে বজায় থাকবে কমপ্লিট লকডাউন।
উল্লেখ্য এই মুহূর্তে সারা দেশে অ্যাক্টিভ করোনার কেস ৬,২৫,৮৫৭। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭,২০,১০৭০। করোনা আক্রান্ত অবস্থায় মারা গিয়েছেন ১,১৯,৫০২। এই মুহূর্তে অ্যাক্টিভ কেসে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।