26 C
Kolkata
Friday, June 9, 2023
More

    সুবর্ণ সুযোগ! স্বনিধি প্রকল্পের আওতায় ৩ লক্ষ হকারের জন্যে ঋণ মঞ্জুর নরেন্দ্র মোদির

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর নিধি যোজনা। মঙ্গলবার এই যোজনার অধীনে ৩ লাখ হকারকে ঋণ দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২০ সালের ১’লা জুন PM SVANidhi প্রকল্পের ঘোষণা হয়। করোনাভাইরাস অতিমারিতে ক্ষতিগ্রস্ত যে সব অসহায় মানুষ রাস্তাঘাটে বিভিন্ন সামগ্রী বিক্রি করা শুরু করেছিলেন এই ঋণ তাঁদেরই জন্যে।

    সোমবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানিয়েছিলেন, “উত্তরপ্রদেশের যে সব ভাই বোনরা রাস্তায় বসে জিনিস বিক্রি করেন তাঁদের সঙ্গে কথা বলব। জানব কীভাবে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা তাঁদের চলার পথে সাহায্য করেছে। তাঁদের কতটা সাহস ও ভরসা দিতে পেরেছে।”

    সূত্রের খবর, আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেই এই দায়িত্ব পালন করলেন প্রধান মন্ত্রী। এই প্রকল্প সম্পর্কে ঋণ গ্রহিতাদের সঙ্গে বিস্তারিত আলোচনাও করেন। মঙ্গলবার এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। প্রধানমন্ত্রী SVANidhi যোজনার অধীনে পথ হকাররা ভর্তুকিযুক্ত সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন।

    সূত্রের খবর অনুযায়ী এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত প্রায় ২৪ লাখ আবেদন জমা পড়েছে। যার মধ্যে ৫ লাখ ৫৭ হাজার আবেদন এসেছে উত্তরপ্রদেশের হকারদের থেকে। দেশে সর্বোচ্চ আবেদন এই রাজ্য থেকেই জমা পড়েছে কেন্দ্রের দরবারে। এরই মধ্যে শুধুমাত্র উত্তরপ্রদেশ থেকেই ৩ লাখ ২৭ হাজার আবেদন মঞ্জুর করা হয়েছে। এমনকি তাঁদের জন্যে ইতোমধ্যে ১.৮৭ লাখের ঋণও মঞ্জুর করা হয়েছে। এই তথ্য প্রকাশিত হয়েছে প্রধানমন্ত্রীর ওয়েবসাইট narendramodi.in-এ।

    মোট যে সংখ্যক আবেদনপত্র জমা পড়েছে, তার মধ্যে ১২ লাখ এখনও পর্যন্ত মঞ্জুর করা হয়েছে। প্রায় ৫.৩৫ লাখ টাকার লোনও মঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে চতুর্থ ইন্ডিয়া এনার্জি ফোরাম CERAWeek-এর উদ্বোধনে এইদিন দেশের চিরাচরিত শক্তিকে আরও জোরদার করে তোলার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    তিনি বলেন, “গত ৬ বছরে ১১ মিলিয়নেরও বেশি LED স্ট্রিট লাইট বসানো হয়েছে। এর ফলে বছরে ৬০ বিলিয়ন ইউনিট শক্তি সঞ্চয় করা সম্ভব হচ্ছে। ফলত: বার্ষিক ৪.৫ কোটি টন গ্রিন হাউস গ্যাস নির্গত হওয়া কমেছে।” শক্তি সংরক্ষণের এই প্রয়াসে ভারত বছরে ২৪,০০০ কোটি টাকার শক্তির খরচ বাঁচাতে পেরেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...