দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আবারও মোদী-মন্ত্রণালয়ে করোনার অনুপ্রবেশ। এবার কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি করোনা আক্রান্ত। বুধবার একটি টুইট পোস্ট এর মাধ্যমে তাঁর এই কোভিড পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেন তিনি। তিনি তাঁর টুইটে লিখেছেন-
“একটি ঘোষণা করতে গিয়ে আমি ভাষা খুঁজে পাচ্ছি না, যেটা আমার ক্ষেত্রে খুব বিরল ঘটনা। তাই আমি সরলভাবেই বলছি – আমি কোভিড পজিটিভ হয়েছি এবং যারা আমার সংস্পর্শে এসেছি, তাদের কাছে অনুরোধ তাড়াতাড়ি নিজেদের পরীক্ষা করিয়ে নিন।”
উল্লেখ্য ইতিমধ্যে বুধবার সমগ্র ভারতে করোনাভাইরাস সংক্রমণ প্রায় ৮০ লাখের গন্ডি ছুঁয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিতর পরিমাণ ৪৩,৮৯৩ জন ও মৃত্যুর সংখ্যা ৫০৮ । দেশ দ্রুত আমেরিকার রেকর্ড এর দিকে এগোচ্ছে, বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসবে আমেরিকার মোট সংক্রমণ ৮৭ লাখ পেরিয়ে গিয়েছে।
প্রসঙ্গত কেন্দ্রীয় মন্ত্রী সভায় করোনা সংক্রমণের ঘটনা নতুন কিছু নয়। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, পর্যটন মন্ত্রী নিতিন গড়করি ও পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও করোনা আক্রান্ত হয়েছিলেন। এদের সকলেই সুস্থ হয়ে গিয়েছেন।