32 C
Kolkata
Monday, May 29, 2023
More

    কুলগামে জঙ্গিহানা অব্যহত, বিজেপি নেতাদের টার্গেট, পাকিস্তানি জঙ্গি সংগঠনের দায় স্বীকার

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় বৃহস্পতিবার রাতে জঙ্গিদের গুলিতে মৃত্যু হল তিন বিজেপি কর্মীর। সূত্রের খবর মৃতদের মধ্যে একজন বিজেপির যুবমোর্চার জেলা সাধারণ সম্পাদকও।

    কুলগামের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেসিস্ট্যান্ট ফ্রন্ট’ (টিআরএফ)। যে জঙ্গি সংগঠন তৈরি করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। ওই আধিকারিক আরও বলেন যে, ‘টিআরএফ রাজনীতিবিদদের নিশানা করে উপত্যকায় আরও হামলা চালানোর হুমকি দিয়েছে।’

    সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন টিআরএফ। যারা ইংরেজি ও হিন্দিতে নিজেদের সোশ্যাল মিডিয়ায় জঙ্গি হানার কথা পোস্ট করেছে। তাতে লেখা হয়েছে, ‘শ্মশান ভর্তি হয়ে যাবে।’

    উল্লেখ্য, গত জুন থেকে কাশ্মীর উপত্যকায় বিজেপি নেতাকর্মীদের উপর জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। গত জুলাইয়ে বন্দিপোরায় এক বিজেপি নেতা ও তাঁর ভাইকে হত্যা করেছিল জঙ্গিরা।

    কুলগামের পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ ওয়াই কে পোরায় বিজেপি কর্মীদের উপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় জঙ্গিরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশের শীর্ষ আধিকারিকরা। গুলিবিদ্ধ অবস্থায় তিন কর্মীকে কাজিগন্ধ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতেরা হলেন – ফিদা হুসেন ইটু, ওমর রাজনান হাজাম এবং উমের রশিদ বেগ। ফিদা হচ্ছেন বিজেপি যুবমোর্চার সাধারণ সম্পাদক। এর মধ্যে ওমর বিজেপির জেলা কমিটির সদস্য।

    এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছে জম্মু ও কাশ্মীর বিজেপি। টুইটারে জম্মু কাশ্মীর রাজ্য বিজেপির তরফে বলা হয়েছে, ‘এই নিকৃষ্টতম কাজ জঙ্গিদের হতাশার প্রতিফলন ঘটাচ্ছে। মৃতদের শান্তি কামনা করছি এবং এই ক্ষতি সহ্য করার জন্য তাঁদের পরিবারকে শক্তি জোগানোর প্রার্থনা করছি। তাঁদের পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানাচ্ছি।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    বাতিল হতে চলেছে ২০০০ টাকার নোট !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নিচ্ছে RBI। এমনই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করল...

    শীঘ্রই আসছে ডেঙ্গু ভ্যাকসিন ! চলছে শেষ পর্যায়ের ট্রায়াল

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : বর্ষার মরসুম শুরু হতে আর বেশি দেরি নেই। ফি বছরে বর্ষা মরসুম মানেই ডেঙ্গির...

    কেষ্ট গড়ে তৃণমূলে ধস ! বিজেপিতে যোগ দিল বহু মুসলিম পরিবার

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সামনেই পঞ্চায়েত ভোট। জোরকদমে প্রচার চালাচ্ছে শাসক-বিরোধী। তার আগে ভাঙন অস্বস্তিতে বিপাকে পড়ছে...

    সমুদ্রে ডুবে যাওয়ার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে বেশ কিছু দেশ ! জানুন সেই দেশ গুলি সম্পর্কে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : উষ্ণায়নের কারণে গোটা বিশ্বজুড়ে অনেক সমস্যা দেখা যাচ্ছে। কোনও কোনও জায়গায় গ্রীষ্মকালে তুষারপাত হচ্ছে...

    শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ‘দ্য কেরালা স্টোরি’ , কি আছে বিতর্কিত ছবিতে ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ইউটিউবে ছবির ট্রেলার দেখেই বিতর্কের মেঘ ঘনিয়েছিল। মুক্তির পর তোলপাড় ফেলে দিয়েছে পরিচালক সুদীপ্ত...