দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় বৃহস্পতিবার রাতে জঙ্গিদের গুলিতে মৃত্যু হল তিন বিজেপি কর্মীর। সূত্রের খবর মৃতদের মধ্যে একজন বিজেপির যুবমোর্চার জেলা সাধারণ সম্পাদকও।
কুলগামের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেসিস্ট্যান্ট ফ্রন্ট’ (টিআরএফ)। যে জঙ্গি সংগঠন তৈরি করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। ওই আধিকারিক আরও বলেন যে, ‘টিআরএফ রাজনীতিবিদদের নিশানা করে উপত্যকায় আরও হামলা চালানোর হুমকি দিয়েছে।’
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন টিআরএফ। যারা ইংরেজি ও হিন্দিতে নিজেদের সোশ্যাল মিডিয়ায় জঙ্গি হানার কথা পোস্ট করেছে। তাতে লেখা হয়েছে, ‘শ্মশান ভর্তি হয়ে যাবে।’


উল্লেখ্য, গত জুন থেকে কাশ্মীর উপত্যকায় বিজেপি নেতাকর্মীদের উপর জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। গত জুলাইয়ে বন্দিপোরায় এক বিজেপি নেতা ও তাঁর ভাইকে হত্যা করেছিল জঙ্গিরা।
কুলগামের পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ ওয়াই কে পোরায় বিজেপি কর্মীদের উপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় জঙ্গিরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশের শীর্ষ আধিকারিকরা। গুলিবিদ্ধ অবস্থায় তিন কর্মীকে কাজিগন্ধ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতেরা হলেন – ফিদা হুসেন ইটু, ওমর রাজনান হাজাম এবং উমের রশিদ বেগ। ফিদা হচ্ছেন বিজেপি যুবমোর্চার সাধারণ সম্পাদক। এর মধ্যে ওমর বিজেপির জেলা কমিটির সদস্য।
এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছে জম্মু ও কাশ্মীর বিজেপি। টুইটারে জম্মু কাশ্মীর রাজ্য বিজেপির তরফে বলা হয়েছে, ‘এই নিকৃষ্টতম কাজ জঙ্গিদের হতাশার প্রতিফলন ঘটাচ্ছে। মৃতদের শান্তি কামনা করছি এবং এই ক্ষতি সহ্য করার জন্য তাঁদের পরিবারকে শক্তি জোগানোর প্রার্থনা করছি। তাঁদের পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানাচ্ছি।