দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ভারতীয় সেনাবাহিনী এবার গোপন সামরিক তথ্য ফাঁস রুখতে হোয়াটসঅ্যাপ-এর আদলে ‘সিকিওর অ্যাপ্লিকেশন ফর ইন্টারনেট’ (SAI) নামে একটি অভ্যন্তরীণ অ্যাপ তৈরি করল।
SAI তৈরি হয়েছে অনেকটা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সংবাদ ও জিআইএমএস-এর মতো বহুল প্রচলিত অ্যাপগুলির আদলে। স্থানীয় ইন-হাউজ সার্ভার ও কোডিং ভিত্তিক নিরাপত্তা ফিচার্স বিশিষ্ট এই অ্যাপ সেনাবাহিনীর প্রয়োজন অনুযায়ী রূপান্তরও করা যাবে।
বৃহস্পতিবার এক সেনাকর্তা আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন, ‘সহজ ও নিরাপদ অ্যাপ্লিকেশন SAI এন্ড-টু-এন্ড ভয়েস, টেক্সট ও ভিডিয়ো কলিং মেসেজের নিরাপত্তা সুরক্ষিত করে। সমগ্র সেনাবাহিনীতে তথ্য সুরক্ষার স্বার্থে এই অ্যাপ ব্যবহার করা হবে।’
উল্লেখ্য, এই SAI অ্যাপ্লিকেশনটি প্রথম তৈরি করেন রাজস্থান সিগন্যাল ইউনিটের কর্নেল সাই শংকর,পরে তা আপগ্রেড করে সামরিক স্তরের উপযুক্ত করা তোলা হয়। তাঁর অসামান্য অবদানের জন্য কর্নেল শংকরের ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
প্রসঙ্গত, ভারত সরকারের ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (CERT) এবং আর্মি সাইবার গ্রুপ (ACG) এই অ্যাপের অনুমোদন দিয়েছে। সেনা প্রধানের মতে এই অ্যাপের ব্যাবহারে তথ্য আদান প্রদানের সুরক্ষা প্রায় ৯০% বৃদ্ধি পাবে। সেই সাথে তথ্যের আদান প্রদানের ওপরে সেনার নজরদারী চালানোও সুবিধা হবে।