দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ভারতবর্ষের পর্যটনের উন্নতির টুপিতে নতুন পালক যোগ হল আজ। গুজরাতের সবরমতি নদী থেকে সর্দার সরোবর পর্যন্ত দেশের প্রথম পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা দেশের পর্যটনকে নতুন দিশা দেখাবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
লৌহমানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪৫ তম জন্মদিবসে নর্মদা নদীর উপর কোভাদিয়া সবরমতী ওয়াটার এরোড্রাম ও সি প্লেন পরিষেবার উদ্বোধন করেন আজ নরেন্দ্র মোদি। এদিন প্রথমবারেই পরিষেবা ব্যবহার করেন প্রধানমন্ত্রী নিজেই। তাঁকে নিয়ে স্পাইসজেট এর একটি বিমানে পথ অতিক্রম করে।
বিমানে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের লোগো লাগানো ছিল। জানা গিয়েছে এই পরিষেবার খরচ ১৪০০ টাকা, প্রতিদিনই পরিষেবায় দুটি করে বিমান যাতায়াত করবে। প্রায় ২২০ কিলোমিটার পথ পাড়ি দিতে ৪৫ মিনিটের মত সময় নেবে এই সি প্লেন । সি প্লেনে বিমানকর্মী সমেত মোট ১৯ জন যাত্রী উড়তে পারবে।
অনলাইনে এই সি প্লেনের টিকিট বুক করা যাবে। টিকিট শুরু হবে ১৪০০ টাকা থেকে তবে ডায়নামিক ফেয়ার চালু থাকবে মনে চাহিদা অনুযায়ী দাম ওঠা নামা করবে। যাত্রীদের ওঠানামার জন্য অ্যারোডম তৈরি করা হয়েছে। মলদ্বীপে এই ধরনের সি প্লেন খুবই জনপ্রিয়। ভারতবর্ষে বিশেষত অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য দারুণ আকর্ষণীয় হতে চলেছে এই সি প্লেন।