দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ভুবনেশ্বরে করা স্থানীয় সমীক্ষা অনুযায়ী করোনার দূর্ভোগেও কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলছেন ভুবেনশ্বরের মানুষেরা। গত শুক্রবার ভুবেনশ্বরের আঞ্চলিক স্বাস্থ্যদপ্তর জানায়, সম্প্রতি ভুবেনশ্বরের মানুষদের মধ্যে সিউরো সার্ভে করা হয়। যাতে দেখা গেছে সেখানকার প্রায় ৫০ শতাংশ মানুষের শরীরে ইতিমধ্যে তৈরি হয়েছে অ্যান্টিবডি। এই ঘটনা উদ্ধৃত করে আর এম আর সি জানায়, এই অ্যান্টিবডিই পরবর্তীকালে কোভিড ক্ষেত্রে তাঁদের সুরক্ষা দেবে।
এ বিষয়ে আর এম আর সির (MRC) ডিরেক্টর বলেন, “ভুবেনশ্বরে যে ১,৪০৩ জনের সিউরো টেস্ট করা হয়েছিল, তাদের ৫০ শতাংশ মানুষের দেহেই করোনার ভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি সেই ৫০ শতাংশ মানুষের দেহে ইতিমধ্যে অ্যান্টিবডি তৈরিও হয়েছে।”
উল্লেখ্য,সিউরো টেস্ট হল, এমন একটি পদ্ধতি যার দরুণ সহজেই করোনা আক্রান্তদের চিহ্নিত করা যায়। পাশাপাশি এটিতে আক্রান্তদের দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা টা জানতেও বিশেষ সহায়তা হয়। আর এম আর সির ডিরেক্টর সঙ্ঘমিত্রা পতি জানিয়েছেন -“ভুবেনশ্বর মিউনিসিপালিটি এলাকার ২৫ নম্বর ওয়ার্ড অবধি প্রায় ১,৪০৩ জনের সিউরো টেস্ট করা হয়েছে। তাতে এখনও ৫০ শতাংশ মানুষের দেহে করোনার ভাইরাসের সন্ধান মিলেছে। সেই ৫০ শতাংশ মানুষের দেহে ইতিমধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে”।
উল্লেখ্য, ভুবেনশ্বরের তিন দফায় সিউরো সমীক্ষা চলে; যথাক্রমে ১৪ই জুলাই, ২৮ শে আগস্ট এবং অক্টোবরের ১৬ থেকে ১৮ তারিখের মধ্যে।