দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: পুলিশ সুত্রে জানা গিয়েছে, রবিবার শ্রীনগর শহরের উপকণ্ঠে নিরাপত্তা বাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষের সময় একজন হিজবুল মুজাহিদিন (এইচএম) কমান্ডার নিহত এবং আরেকজন জঙ্গিকে গ্রেফতার করা হয়।
একজন পুলিশ কর্মকর্তা জানান, পুরাতন এয়ারফিল্ডের কাছে রংরেতে জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য থাকায়, নিরাপত্তা বাহিনী ওই এলাকায় একটি বেষ্টনী তৈরি করে এবং তল্লাশি অভিযান শুরু করে। যখন সেনাবাহিনী এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল, তখন জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। তিনি বলেন, সেনাবাহিনী পাল্টা জবাব দেয় এবং এনকাউন্টার শুরু হয়।
ওই সংঘর্ষে গুলি বিনিময়ে একজন জঙ্গি নিহত হয়। ওই কর্মকর্তা জানান, তাকে এইচএম কমান্ডার সাইফুল্লাহ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি এও জানান যে , ঘটনাস্থল থেকে আরেকজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীনগর শহরের উপকণ্ঠ’র এনকাউন্টারস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদসহ বেশ কিছু নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। সেনবাহিনীর এই সাফল্য শ্রীনগরের আপেক্ষিক শান্তি’র পরিপূরক বলেই মনে করছেন নিরাপত্তাবাহিনীর প্রধান।