দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: পাকিস্তানের ইমরান সরকারের বিরুদ্ধে সোচ্চার ভারত কারণ গিলগিট-বাল্টিস্তানকে পঞ্চম প্রদেশ হিসেবে ঘোষণা করেছে ইমরানের সরকার। ভারতের মতে পাক-অধিকৃত কাশ্মীরের (POK) ওই অঞ্চলটিকে বেআইনিভাবে জবরদখল করতে চাইছে পাকিস্তান। বিগত সাত দশক ধরে ওই অঞ্চলে যেভাবে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, মানুষের স্বাধীনতা হরণ করা হয়েছে, তা এভাবে লুকিয়ে রাখা যাবে না, ভারতের তরফে আজ এই মন্তব্য করা হয়েছে।
উল্লেখ্য, রবিবার গিলগিট-বাল্টিস্তানকে নিজেদের সংবিধান-সম্মত ভূখণ্ড বলে দাবি করে পঞ্চম প্রদেশের মর্যাদা দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তারপরেই ভারতের বিদেশমন্ত্রকের তরফে পাল্টা বিবৃতি দিয়ে বলা হয়, ‘বেআইনি জবরদখলের পথে না গিয়ে শীঘ্র ওই এলাকা খালি করে দিক পাকিস্তান।’
ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘১৯৪৭ সালে জম্মু-কাশ্মীরের ভারত ভূখণ্ডে অন্তর্ভুক্তির পর থেকেই আইনসম্মতভাবে গিলগিট-বাল্টিস্তান সহ জম্মু-কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের গোটা এলাকা ভারতের অবিচ্ছেদ্য অংশ।’
এদিন কেন্দ্রের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় বেআইনি জবরদখলের লক্ষ্যে ভারতীয় ভূখণ্ডের চরিত্র বদলে ফেলার যে চেষ্টা পাকিস্তান চালাচ্ছে, তা খারিজ করছে ভারত।