দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে রাজ্যের চা বাগানগুলিতে প্রায় ১১৯টি স্কুল নির্মাণ করবে অসম সরকার যা রাজ্যের সার্বিক শিক্ষার প্রসারের ও স্কুল ছুট হ্রাসে বিশেষ সহায়ক হবেক বলেই মনে করা হচ্ছে। আজ সোমবার থেকে স্কুলগুলির ভিত্তি প্রস্তর স্থাপন করার কাজ শুরু হল। এই বিষয়ে নিশ্চিত করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব সর্মা।


এই প্রসঙ্গে অসমের শিক্ষামন্ত্রী বলেন, তাঁর আগের কার্যকালে CBSE বোর্ডের অধীনে ষোলটি সরকারি বিদ্যালয় স্থাপন করা হয়েছিল। এবার রাজ্যে শিক্ষার প্রসারে লক্ষ্যেই ১১৯টি স্কুল গড়ে তোলা হচ্ছে। তাঁর দাবি আগামী ২০২১ সালের এপ্রিল মাসের মধ্যে স্কুলগুলি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে। অসমের শিক্ষামন্ত্রী আরও যোগ করেন যে,”এই চা বাগানগুলিতে স্কুল গড়ে উঠলে রাজ্যে স্কুলছুটের সংখ্যাও নিয়ন্ত্রণে আসবে।”
তিনি আরও বলেন যে আগামী এপ্রিলে ‘রঙালি বিহু’র সময় স্কুলগুলি তৈরি হয়ে গেলেও নির্বাচন বিধির কারণে সেগুলি তখনই উদ্বোধন করা যাবে না। কারণ ২০২১ সালের মার্চ – এপ্রিল মাসে অসমে বিধান সভা নির্বাচন। তাই ২০২১ এর মে বা জুন মাসে নতুন সরকার ক্ষমতায় আসার পরই সেই স্কুল গুলি উদ্বোধন করা হবে।