দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনা রোগীদের শারীরির্ক অসুবিধার কথা মাথায় রেখে দীপাবলিতে বাজি ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজস্থান সরকার। করোনা সমীক্ষা বৈঠকের সময় মুখ্যমন্ত্রী অশোক গেহলট বাজি বিক্রি ও আতশবাজির উপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের যুক্তি এই বাজি থেকে যে ধোঁয়া বের হয় তা থেকে কোভিড আক্রান্ত রোগীদের শারীরিক সমস্যা আরও বাড়তে পারে। সে দিকটার প্রতি মানবিক নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
রবিবার মুখ্যমন্ত্রী ‘নো মাস্ক নো এন্ট্রি’ অভিযানের সমীক্ষা করেছেন। মুখ্যমন্ত্রী গেহলট রাজস্থানে বাজি বিক্রি ও আতশবাজির উপর নিষেধাজ্ঞার পাশাপাশি পুরনো যানবাহনের উপরও তদন্তের নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা মহামারীর মতো এই গুরুত্বপূর্ণ সময়ে রাজ্যবাসীকে সুরক্ষিত রাখায় এখন সরকারের মূল উদ্দেশ্য ।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে, বাজির ধোঁয়া থেকে করোনা রোগীর পাশাপাশি হার্টের রোগী ও যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের আরও সমস্যা বাড়ে। এছাড়া বাজি বিক্রির অস্থায়ী লাইসেন্সের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানেও যাতে বাজি না ফাটানো হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে স্থানীয় ও জেলা প্রশাসনকে ।
মুখ্যমন্ত্রী এই বিষয়ে আরও জানাণ যে জার্মানি, ইউকে, ফ্রান্স, ইতালি ও স্পেনের মতো দেশে করোনা সংক্রমণে দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। বেশ কিছু দেশে ফের লকডাউন জারি করতে বাধ্য হয়েছে সরকার। দেশে যাতে এরকম পরিস্থিতি না আসে সেই জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। উল্লেখ্য করোনা মহামারীতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়ে সংক্রমণকে সীমাবদ্ধ রেখে ইতিমধ্যেই রাজস্থান দেশের মধ্যে নজির সৃষ্টি করেছে।
অন্যদিকে আজ কলকাতা হাইকোর্টে একদল আইনজীবী আসন্ন দীপাবলিতে যাতে আতশবাজি না পোড়ানো হয় সেজন্যে একটি জনস্বার্থ মামলা দায়ের করতে চলেছে। যা নিয়ে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ বাজি শিল্প উন্নয়ন সমিতি অবস্থা বুঝে বিক্ষোভ-অবরোধে নামবে বলে হুশিয়ারি দিয়েছে। এবার দেখার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কী হয়।