দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বুধবার সকল হতে না হতেই চাঞ্চল্য ছড়ালো মুম্বইয়ে। গ্রেফতার করা হল রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীকে। ২০১৮ সালে ইন্টিরিওর ডিজাইন তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে মুম্বাই পুলিশ সূত্রে খবর।
অন্যদিকে অর্ণবের অভিযোগ যে তাঁর সঙ্গে ধ্বস্তাধ্বস্তি করেছে মুম্বই পুলিশ। একই সঙ্গে তাঁর স্ত্রী, ছেলে, শ্বশুর ও শাশুড়ির সঙ্গেও অভ্যবতা করেছে পুলিশ বলেও অভিযোগ করেছেন এই জনপ্রিয় ও বহুল বিতর্কিত সাংবাদিক। মুম্বাই পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল অর্ণব গোস্বামীকে।
মুম্বাই পুলিশ সূত্রে খবর তাঁকে আলিবাগে নিয়ে যাওয়া হবে। এই বিষয়ে কোঙ্কান রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল সঞ্জয় মোহিতে জানিয়েছে যে রায়গড় পুলিশ গ্রেফতার করেছে অর্ণব গোস্বামীকে। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই মুম্বই পুলিশের সঙ্গে সংঘাত চলছিল অর্ণবের। সুশান্ত মামলা থেকে ফেক টিআরপি কেস, রিপাবলিক টিভি ও মুম্বই পুলিশের মধ্যে চলেছে দোষারোপের পালা। তারমধ্যেই ২০১৮ সালের মামলায় গ্রেফতার করা হল অর্ণবকে। যদিও এই ঘটনার প্রতিবাদ করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর। তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি।
প্রসঙ্গত, ৫৩ বছরের নায়েক ও তাঁর মা কুমুদ দুই বছর আগে আলিবাগে আত্মহত্যা করেন। নিজের সুইসাইড নোটে নায়েক জানিয়ে গিয়েছেন যে একজন নিউজ চ্যানেলের সম্পাদক ও অন্য দুইজনের থেকে তিনি ৫.৪০ কোটি টাকা পান। সেই টাকা না পাওয়ায় কারণেই কনকর্ড ডিজাইনসের ম্যানেজিং ডিরেক্টর নায়েক আত্মহত্যা করেন।
গত মে মাসে আত্মহত্যায় প্ররোচনা করার মামলা দায়ের করে পুলিশ। রাজ্য সিআইডি এই মামলা তদন্ত করবে বলে জানা যায়। সেই মামলার তদন্তের স্বার্থে এদিন গ্রেফতার করা হয়েছে অর্ণব গোস্বামীকে।