25 C
Kolkata
Saturday, April 1, 2023
More

    অর্ণব গোস্বামীকে গ্রেফতার ‘রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার’ বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অর্ণব গোস্বামী গ্রেফতারে কেন্দ্র বনাম মহারাষ্ট্র লড়াই সামনে আসছে। ‘রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে অর্ণব গোস্বামীকে গ্রেফতার করা হয়েছে’, এমনই মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকী রিপাবলিক টিভির এডিটর ইন চিফের গ্রেফতারি, জরুরি অবস্থার সময় মনে করিয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেছেন অমিত শাহ। যদিও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের অভিমত মহারাষ্ট্র পুলিশ আইন মেনেই কাজ করেছে।

    উল্লেখ্য, ২০১৮ সালের মে মাসে আলিবাগে ৫৩ বছর বয়স্ক ইন্টেরিয়র ডিজাইনার অন্বয় নায়েক এবং তার মা কুমুদ নায়েক আত্মহত্যা রহস্যজনকভাবে মারা যান। অন্বয়-এর লেখা একটি সুইসাইড নোট পাওয়া গেছে যেখানে তিনি বলেছেন যে গোস্বামী এবং আরও দুজন ফিরোজ শেখ এবং নীতেশ সারদা তাকে ৫.৪০ কোটি টাকা দেননি যা তার আর্থিক প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল। ইন্টেরিয়র ডিজাইনার তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও তার মা কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনায় ‘আত্মহত্যায় প্ররোচনা’ দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে। মুম্বই পুলিশ ও রায়গড় পুলিশের যৌথ বাহিনী অর্ণব গোস্বামীকে গ্রেফতার করে। যদিও ২০১৮ সালে আলিবাগ পুলিশ আত্মহত্যার জন্য একটি মামলা দায়ের করে, কিন্তু ২০১৯ সালে রায়গড় পুলিশ মামলাটি বন্ধ করে দেয়।

    অন্বয় কনকর্ড ডিজাইন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন যা রিপাবলিকের জন্য কিছু সেবা প্রদান করে। নায়েকের মাও কোম্পানির পরিচালন পরিষদে ছিলেন। অর্ণব গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অন্বয়ের স্ত্রী অক্ষতা। সে সময় রিপাবলিক টিভি অর্থ প্রদান না করার অভিযোগ খারিজ করে দেয় এবং এই প্রচারণাকে “বিদ্বেষপূর্ণ প্রচারণা” বলে অভিহিত করে। এটি দাবি করেছিল যে চুক্তির অধীনে বকেয়া এবং পরিশোধের সমস্ত পরিমাণ রিপাবলিক টিভি কনকর্ড ডিজাইনকে প্রদান করেছে।

    আজ গ্রেফতারের সময় অর্ণবকে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশের ভ্যানে যেতে যেতে সাংবাদিকদের সামনে চিত্‍কার করতে থাকেন অর্ণব। ‘পুলিশ আমায় মেরেছে’, চিত্‍কার করে সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে থাকেন রিপাবলিক টিভির এডিটর ইন চিফ।অর্ণব গ্রেফতারি ইস্যুতে অনেক কেন্দ্রীয় মন্ত্রীই মুখ খুলেছেন। এবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মতে, ”রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে অর্ণব গোস্বামীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা জরুরি অবস্থার সময় মনে করিয়ে দিচ্ছে।” বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও অর্ণব গোস্বামী গ্রেফতার হওয়ার ঘটনায় মুখ খুলেছেন।

    মহারাষ্ট্র সরকার ও কংগ্রেস দলকে একযোগে আক্রমণ শানিয়েছেন নাড্ডা। তিনি বলেন, ”রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে যেভাবে গ্রেফতার করা হল, তাতে কংগ্রেস পার্টি এবং মহারাষ্ট্র সরকারের মানসিকতা বোঝা গিয়েছে। এটি গণতন্ত্র এবং সাংবাদিকতার নীতিগুলির জন্য একটি বড় ধাক্কা। আমি এই ঘটনার নিন্দা করি।”

    যদিও আইন মেনেই অর্ণব গোস্বামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তাঁর মতে, ”কেউই আইনের ঊর্ধ্বে নন। মহারাষ্ট্র পুলিশ আইন মেনেই পদক্ষেপ করেছে।”

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি ? কোথায় দাঁড়িয়ে ভারত ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পার ক্যাপিটা জিডিপি, জনস্বাস্থ্য, আয়ু, সামাজিক ন্যায়, যাপনের স্বাধীনতা এবং দুর্নীতিহীনতা-- এই একক গুলির...

    কেন্দীয় পুলিশে কয়েক হাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা...

    আসন্ন IPL-এ কোন দলের অধিনায়ক কে হলেন ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কলকাতা নাইট রাইডার্স সোমবার তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ১০টি আইপিএল দলের...

    বাড়ল প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা ! সিদ্ধান্ত কেন্দ্রের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান ও আধার লিংক করিয়ে...

    মোদীর লক্ষ্য ৪০০ পার ! বঙ্গে বিজেপির লক্ষ্য ২৫

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : দিল্লি লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। আব কি বার ৪০০ পার। ২০২৪-এর লোকসভা ভোটে সারা...