দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সম্প্রতি করোনা নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ায় এক অভিনব পোস্ট প্রকাশ করেছিল মুম্বাই পুলিশ। ব্যাস তারপরই নেটে ভাইরাল হয়ে পড়ে পোস্টটি। নেটিজেনদের কাছেও বিষয়টি নিয়ে একাধিক প্রশংসা কুড়য় মুম্বাই পুলিশ।
মূলত করোনা পরিস্হিতিতে, জন সাধারণকে আরও সচেতন করতে কিছুদিন আগে Instagram-এ একটি পোস্ট করে মুম্বই পুলিশ। ছবিটি প্রাথমিক ভাবে দেখলে কয়েকটি ছড়িয়ে ছিটিয়ে থাকা বর্ণমালা ছাড়া আর কিছুই নয় বলে মনে হয়। তবে যদি একটু ভালো করে নিরীক্ষণ করে, বর্ণমালাগুলিকে জোড়া যায় তবে তা অনেকগুলি একটি নির্দিষ্ট মানে যুক্ত শব্দ খুঁজে পেতে সাহায্য করে। যেমন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সিক্স ফিট অ্যাপার্ট প্রভৃতি শব্দ গুলো।


মুম্বাই পুলিশের করা ওই পোস্টটির ওপরে রয়েছে মুম্বই পুলিশের লোগো এবং শেষে লেখা ‘দ্য ২০২০ ভিশন’। উল্লেখ্য, মুম্বাই পুলিশের এই অভিনব প্রচারের কায়দা এই প্রথম নয় এর আগেও সোশ্যাল মিডিয়া মারফত ট্রাফিক ও দূষণ নিয়ে অভিনব প্রচারের পথ বেছে নিয়েছিল মুম্বই পুলিশ। আর এবার তাদের এই পোস্ট ইতিমধ্যে হাজার হাজারেরও বেশি লাইক ছাড়িয়েছে। পৌঁছে গিয়েছে প্রত্যেকের মুঠোফোনে।
নানা রকমের মিম, ধাঁধা থেকে শুরু করে শব্দজব্দ ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন মুম্বই পুলিশ। এ ক্ষেত্রে উদ্দেশ্য একটাই- জনসচেতনতা গড়ে তোলা এবং এ ভাবেই মানুষের মধ্যে করোনার স্বাস্থ্যবিধি নিয়ে উৎসাহ তৈরি করা। স্বীকার করতেই হবে মুম্বই পুলিশের জনসংযোগ বিভাগ বেশ ভাল রকমের দক্ষ। গত মাসে একই হ্যাশট্যাগ ব্যবহার করে বেশ কঠিন একটি ক্রিপটিক মেসেজ ডিকোড করার পোস্ট করেছিল মুম্বাই পুলিস। দেখে নিন, দেখুন তো আপনিও পারেন কিনা এটা ক্র্যাক করতে-