দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সারা পৃথিবীর দূষণের নিরিখে রাজধানী দিল্লি দাঁড়িয়ে আছে পাঁচ নম্বর জায়গাটা দখল করে, বিশ্বে বায়ুদূষণের রেকর্ড তালিকায় জ্বলজ্বল করছে তার নাম শুরু দিকেই! এই দুই সমস্যাকে সামনে রেখেই এ বার নয়া উদ্যোগ Uber-এর তরফে। সূত্রের খবর, এই প্রথম রাজধানীতে তো বটেই, পাশাপাশি দেশের পরিবহনেও Uber অ্যাপ মারফত বুক করা যাবে ইলেকট্রনিক রিক্সা। সব মিলিয়ে আপাতত ১০০টি ইলেকট্রনিক রিক্সা দিল্লির জনতার পরিষেবায় যোগ করেছে Uber।
উবেরের তরফে জানানো হয়েছে, শুরুর দিকে এই রিক্সার বুকিং করা যাবে দিল্লির কয়েকটি মেট্রো স্টেশনের বাইরে থেকে। অতঃপর ধীরে ধীরে পরিধি বাড়বে। এমনকি উবের অ্যাপের মাধ্যমেও এই ইলেকট্রনিক রিক্সাগুলি বুকিং এর সুবিধা পাবেন যাত্রীরা।
উল্লেখ্য, আপাতত দিল্লির অশোক পার্ক মেইন, দবরি মোড়, ইএসআই বসাইদারাপুর, জনকপুরী ইস্ট এবং উত্তম নগর ইস্ট মেট্রো স্টেশন প্রভৃতি জায়গার বাইরে মিলবে এই ইলেকট্রনিক রিক্সার পরিষেবা। রিক্সার ভাড়া নির্ধারিত হবে যাত্রাপথের দূরত্ব অনুযায়ী।


মূলত এই রিক্সাগুলি পরিবেশবান্ধব, অর্থাৎ এর থেকে বায়ুদূষনের সম্ভাবনা নেই। তাছাড়াও এই বাহন সাধারণের ক্ষমতার মধ্যেও। দিল্লি থেকে যাত্রা শুরু হলেও, ধীরে ধীরে দেশের বিভিন্ন জায়গাতেও এই ইলেকট্রনিক রিক্সার পরিষেবা চালু করবে উবের।