দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গোটা দেশ দীপাবলির আলোর উৎসবে মেতে উঠলেও অন্ধ্রপ্রদেশের একটি গ্রামে বিগত ২০০ বছর ধরে পালিত হয় না দীপাবলি। হ্যাঁ, এমনও গ্রাম রয়েছে আমাদের এই দেশে। অন্ধ্রের ওই গ্রামের নাম পোন্নানাপালেম। অন্ধ্রপ্রদেশের অন্তর্গত ছোট এই গ্রামে ঐতিহাসিক ধারা বজায় রেখে আজও হয় না দীপাবলি পালন। আজও এই গ্রামের বাসিন্দারা দীপাবলিকে অমঙ্গলসূচক বলেই মনে করেন। ২০০ বছর আগে ঘটে যাওয়ায় ঘটনার রেশ আজও কাটিয়ে উঠতে পারেননি তারা।
ঠিক কি এমন ঘটেছিল অতীতে? কথিত আছে, সদূর অতীতে এই গ্রামে দীপাবলির সময় অমবস্যা পরবর্তী চতুর্থীতে বিপুল সমারোহে পালিত হত নাগ চতুর্থী।
এরমই এক নাগ চতুর্থীর সাপ পুজোর সময়ে সাপের কামড়ে মৃত্যু হয় সেই গ্রামেরই একটি শিশুর। পাশাপাশি ওই একই দিনে অপঘাতে মারা যায় গ্রামের আরও দু’টি ষাঁড়। এই ঘটনার পর থেকেই ওই গ্রামে বন্ধ হয়ে যায় দীপাবলি বা নাগ চতুর্থীর পালন।
তবে বর্তমান প্রজন্মের মানুষেরা গ্রামে ফের দীপাবলির পালন করতে চাইলেও গ্রাম প্রধানের অমতে তা শুরু করা যায়নি। উল্লেখ্য, স্থানীয় সূত্রে খবর, ওই গ্রামের এক বাসিন্দা, এরই মধ্যে ব্যক্তিগতভাবে তার বাড়িতে দীপাবলি পালন করেন। কিন্তু তার কয়েকদিনের মধ্যেই সেই ব্যক্তির পুত্র প্রাণ হারায়।
আর তারপর থেকেই ওই গ্রামে নিষিদ্ধ হয়ে যায় দীপাবলি পালন।