দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আরও সহজে ব্যবসা করার লক্ষ্যে দেশকে প্রস্তুত করতে আরও একধাপ এগোলো কেন্দ্রীয় সরকার। দেশের তথ্যপ্রযুক্তি সংস্থা এবং বিপিও-গুলির ক্ষেত্রে ‘যেখান থেকে খুশি কাজ’ করার যে বিধিনিষেধ ছিল তা শিথিল করা হল। বৃহস্পতিবার, কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের এই পদক্ষেপকে তাঁর টুইটে স্বাগত জানান প্রধানমন্ত্রীও।
এই বিধিনিষেধ উঠে যাওয়ার ফলে দেশে তথ্যপ্রযুক্তি সংস্থা এবং বিপিও-গুলির কর্মীরা বাড়ি থেকেই কাজ করতে পারবেন। স্থায়ী ভাবে। এত দিন নির্দিষ্ট জায়গার বাইরে তথ্যপ্রযুক্তি সংস্থা এবং বিপিও-র কর্মীদের কাজ করতে হলে নথিভুক্তিকরণের ক্ষেত্রে কিছু শর্ত মেনে চলতে হতো তথ্যপ্রযুক্তি সংস্থা এবং বিপিও-গুলিকে। ব্যবসা শুরু হওয়ার পরেও সংস্থাগুলিকে কিছু বাধ্যবাধকতার মধ্যেই কাজ চালাতে হতো। কিন্তু গত কালের কেন্দ্রীয় সরকারি পদক্ষেপ সেই সব বিধিনিষেধ শিথিল করেছে।
করোনা সংক্রমণের আবহে ওই সব সরকারি বাধ্যবাধকতা মেনে ব্যবসা চালাতে অসুবিধা হচ্ছিল দেশের তথ্যপ্রযুক্তি সংস্থা এবং বিপিও-গুলির। তাই তারা যৌথ ভাবে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের কাছে ওই সব বিধিনিষেধ শিথিল করার আর্জি জানিয়েছিল। তারই প্রেক্ষিতে কেন্দ্রের গত কালের এই পদক্ষেপ।
এই বিষয়ে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের তরফে গত কাল একটি বিবৃতিতে বলা হয়, ”বড় ধরনের সংস্কারমূলক পদক্ষেপ করা হল। অন্যান্য সার্ভিস প্রোভাইডারদের কাজের কিছু বিধিনিষেধ শিথিল করা হল। এই পদক্ষেপ ভারতে বাড়ি থেকে বা নথিবদ্ধ অফিসের ঠিকানা ছাড়া অন্য যে কোনও জায়গা থেকে কর্মীদের কাজ করতে উত্সাহিত করবে। এর ফলে বিশেষ ভাবে উপকৃত হলেন তথ্যপ্রযুক্তি সংস্থা, তথ্যপ্রযুক্তির উপর নির্ভরশীল কর্মক্ষেত্র এবং বিপিও-গুলির কর্মীরা।”
কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের এই পদক্ষেপকে টুইটের মধ্যমে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি লিখেছেন, ”এ দেশে ব্যবসা যাতে আরও সহজে করা যায় তার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। এর ফলে ভারতকে তথ্যপ্রযুক্তির কেন্দ্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যেও এগিয়ে যাওয়া সম্ভব হবে। অত্যন্ত উপকৃত হবে বিপিও শিল্পক্ষেত্রগুলি।”