দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রোগী অ্যাম্বুলেন্সের ভেতরে মরণাপন্ন। অ্যাম্বুলেন্স আটকে আছে হায়দ্রাবাদের ‘কুখ্যাত’ ট্রাফিক জ্যামে। অগত্যা রোগীকে নির্বিঘ্নে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিতে অ্যাম্বুলেন্সের আগে আগেই ২ কিলোমিটার দৌড়ালেন হায়দরাবাদের এক ট্রাফিক পুলিশ। তাঁর এই মানবতা ও সাহসি উপস্থিত বুদ্ধির ভিডিও তুমুল ভাইরাল নেটদুনিয়ায়।
এখানে ক্লিক করে দেখুন সে ভিডিও
দেশ জুড়েই হায়দরাবাদের ট্রাফিক জ্যাম বহুল চর্চিত। গাড়ি একবার জ্যামে আটকে গেলে চুপ করে রাস্তা ফাঁকা না হওয়া অবধি বসে থাকা ছাড়া আর কোনও উপায় নেই। কিন্তু অ্যাম্বুলেন্সে সঙ্কটজনক রোগীর পক্ষে অতক্ষণ অপেক্ষা করা কোনভাবেই সম্ভব নয়। তাই হায়দ্রাবাদ ট্রাফিক পুলিশের জি বাবজি নামক এক কনস্টেবল নিজেই নামলেন রাস্তা পরিষ্কারের কাজে।


তিনি আবিদ রোড থেকে কোটি পর্যন্ত এই ২ কিলোমিটার রাস্তার জ্যাম নিজের হাতে ও বাঁশি বাজিয়ে বাজিয়ে সরিয়ে অ্যাম্বুলেন্সটিকে সময়মতো হাসপাতালে পৌঁছে দেন। আর সঠিক সময়ে চিকিত্সা পেয়ে সেই রোগীর অবস্থাও এখন অনেকটাই স্থিতিশীল।