দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: উদ্বেগ বাড়িয়েই গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৫০ হাজার ৩৫৭ জন। একই সময়ে গোটা দেশে মৃত্যু হয়েছে ৫৭৭ জনের। অপেক্ষিকভাবে মৃত্যুহার কমেছে। এই মূহুর্তে সারা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৪ লাখ ৬২ হাজার ৮১ জন। আর মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৫৬২ জন।
এই মূহুর্তে দেশে চিকিত্সাধীন রয়েছেন ৫ লাখ ১৬ হাজার ৬৩২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৯২০ জন। দেশে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৭৮ লাখ ১৯ হাজার ৮৮৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক আজ এই পরিসংখ্যান দিয়েছে ।
এই প্রসঙ্গে আইসিএমআর (ICMR) জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে ১১ কোটি ৬৫ লাখ ৪২ হাজার ৩০৪টি নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে গতকালই করা হয়েছে ১১ লাখ ১৩ হাজার ২০৯টি পরীক্ষা।
অন্যদিকে বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৫ কোটির কাছে পৌঁছেছে। শনিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ লাখ ৪৮ হাজার ৫৬৬ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৪৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৭২৭ জন।