দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ৯৩’তে পা দিলেন বিজেপির বষীর্য়ান নেতা লালকৃষ্ণ আডবাণী। রবিবার তাঁর জন্মদিন উপলক্ষে, ওনার বাসভবনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির প্রেসিডেন্ট জেপি নাড্ডাও।উপস্থিত ছিলেন আডবাণীর পরিবারের সমস্ত সদস্যরাও। তাঁর স্ত্রী কমলা আডবাণী ও তাঁদের দুই সন্তান, ছেলে জয়ন্ত আডবাণী এবং মেয়ে প্রতিমা আডবাণীও।
এদিন আডবাণীর জন্মদিন উপলক্ষে, ট্যুইট করে প্রধানমন্ত্রী লেখেন,‘হৃদয় পরিপূর্ জন্মদিনের শুভেচ্ছা লালকৃষ্ণ আডবাণীজি৷ যিনি আমাদের দেশে গঠনে অন্যতম বড় ভূমিকা নিয়েছিলেন৷ জনগণের কাছে পৌঁছে দিয়েছেন তিনি৷ তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের কামনা করি’।
লালকৃষ্ণ আডবাণীর জন্ম ১৯২৭ সালের ৮ ই নভেম্বর, পাকিস্তানের করাচিতে। তাঁর পিতা ছিলেন শ্রী কিশনচন্দ আডবাণী এবং মা জানী দেবী৷ করাচির সেন্ট প্যাট্রিক হাই স্কুলে,প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন আদবাণী। এরপর তিনি হায়দ্রাবাদ, সিন্ধের ডিজি ন্যাশানাল স্কুলে ভর্তি হয়েছিলেন৷মুলত দেশভাগের সমযকালে় আদবাণী পরিবার পাকিস্তান ছেড়ে তৎকালীন বোম্বাই শহরে চলে আসেন। এখানকার ল কলেজ অফ বোম্বে ইউনিভার্সিটি থেকে আইন নিয়ে পড়াশুনো শেষ করেন তিনি।
১৯৯৮ থেকে ২০০৪ অবধি লালকৃষ্ণ আডবাণী ছিলেন বিজেপির নেতৃত্বাধীন ন্যাশানাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা এনডিএ-র স্বরাষ্ট্রমন্ত্রী। অতঃপর তিনি ২০০২ থেকে ২০০৪ অবধি দেশের সপ্তম উপ প্রধানমন্ত্রীর পদ সামলেছিলেন।