দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষর করা নয়া বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। যার ফলে এ বার সরকারি নজরদারির আওতায় চলে এল অনলাইন নিউজ পোর্টাল ও মোবাইল প্ল্যাটফর্মে (OTT) কনটেন্ট প্রোভাইডাররাও। ভারত সরকারের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নজরদারির আওতায় আসছে উক্ত প্ল্যাটফর্ম গুলো।
উল্লেখ্য, গত সোমবারের আগেও অনলাইন খবর বা ডিজিটাল প্ল্যাটফর্মে স্ট্রিমিং হওয়া ডিজিটাল কনটেন্টের (ফিল্ম, মিউজিক বা কারেন্ট অ্যাফেয়ার্স ) উপর নজরদারি চালানোর জন্য দেশে কোনও আইন বা স্বশাসিত সংস্থা ছিল না। কিন্তু এবার থেকে এই বিষয়গুলির নিয়ন্ত্রণে থাকছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ইতিমধ্যেই দেশে মুদ্রণ মাধ্যমের দেখাশোনার (নিউজ পেপার ও ম্যাগাজিন) এর দায়িত্বে রয়েছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া, টিভি মিডিয়া বা সংবাদ চ্যানেলগুলির উপর নজরদারি চালায় নিউজ ব্রডকাস্টার অ্যাসোসিয়েশন, অফলাইন বা অন এয়ার বিজ্ঞাপনের উপর নজরদারি চালানোর জন্য রয়েছে অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া এবং চলচ্চিত্রের নজরদারির দায়িত্বে রয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বা সেন্সর বোর্ড।
উল্লেখ্য, OTT প্ল্যাটফর্মগুলির উপর নজরদারি চালানোর দাবি জানিয়ে একটি স্বশাসিত সংস্থার মাধ্যমে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছিল। তারই শুনানিতে গত মাসে এই বিষয়ে কেন্দ্রকে হলফনামা জমা দিতে বলে চায় শীর্ষ আদালত। শীর্ষ আদালতের নোটিশ যায় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক, ইন্টারনেট এবং মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার অফিসে।
ওই পিটিশনের বয়ানে বলা হয়েছিল যে বিভিন্ন নিউজ পোর্টাল ছাড়াও ইন্টারনেট নির্ভর ( হটস্টার, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও ) যে বিভিন্ন স্ট্রিমিং সারভিস রয়েছে, তা সবই OTT প্ল্যাটফর্ম অন্তর্ভূক্ত। যারা সেন্সরবোর্ডের অনুমতি ছাড়াই ওটিটি ও বিভিন্ন ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে ফিল্ম ও অন্যান্য কনটেন্ট শেয়ার করছেন। এমনকি ওই মাধ্যমগুলিতে চিত্রনির্মাতা ও শিল্পীরা নিজেদের ফিল্ম ও সিরিজ কোনও সরকারী নিয়ন্ত্রণ ছাড়াই নিজেদের মতো করে দর্শকদের সামনে তুলে ধরছেন। আর এর জন্য কোনও সার্টিফিকেশনের প্রয়োজন পরছে না।
শুধু এই মামলাই নয় এর আগেও অন্য একটি মামলায় সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছিল যে, কেন্দ্রও মনে করে ‘ডিজিটাল মিডিয়া’র উপর নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে। মূলত: ডিজিটাল মিডিয়ায় হেট স্পিচ বন্ধ করতে এই নিয়ন্ত্রণ জারি করার জন্য নির্দেশিকা তৈরির কথা বলেছিল কেন্দ্র। আর সে জন্য আদালতই যাতে একটি কমিটি গঠন করে দেয়, সেই আর্জি জানানো হয়েছিল। এই প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাওড়েকর বলেছিলেন, মিডিয়ার স্বাধীনতা খর্ব হয়, এমন কোনও পদক্ষেপ করবে না কেন্দ্রীয় সরকার। তবে ওভার দ্য টপ প্ল্যাটফর্মের উপর কিছু নিয়ন্ত্রণ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। অবশেষে সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সেই দ্বায়িত্ব পেলো। এবার থেকে OTT প্ল্যাটফর্মের কনটেন্ট ও সেন্সর করে তবেই মুক্তি পাবে।