দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এবার বিহার নির্বাচনে বিজপি দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সামনের সারিতে এগিয়ে এসেছে তারা জোট সঙ্গী জেডিইউয়ের থেকে প্রায় দ্বিগুণ বেশি আসন দখল করেছে। তবুও প্রতিশ্রুতি মতো নিতীশ কুমারই বিহারের কুর্সিতে বসছেন। আজ দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় দপ্তরে আয়োজিত বিজয়মঞ্চ থেকে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উল্লেখ্য আজ নরেন্দ্র মোদী বিজেপির সদর দফতরে অনুষ্ঠিত ‘ধন্যবাদ বিহার’-এ মূল অতিথি হিসেবে ভাষণ দেন। সেখানে তিনি জানান, নীতিশ কুমারের নেতৃত্বে বিহারে উন্নয়নের সরকার চালাবে এনডিএ। যদিও তিনি তাঁর বক্তৃতার অধিকাংশ অংশেই বিহারে এই জোটের জয়ের জন্য বিজেপিকেই কৃতিত্ব দেন। এনডিএ জোটের সাফল্যের বিষয়ে খুব অল্প সময় ব্যয় করেন।
এছাড়াও আজ মোদী বলেন ‘করোনাভাইরাসের জন্য আমরা সবাই অভূতপূর্ব বছরের পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। আমরা সবাই কষ্টের মুখে পড়েছিলাম। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হল, আমরা কতজনের জীবন বাঁচাতে পেরেছি। করোনার প্রকোপ থেকে বাঁচিয়ে দেওয়া প্রত্যেকেই প্রমাণ করছেন যে ভারত কত ভালোভাবে (করোনার) মোকাবিলা করেছে।’ মোদী আরও বলেন, ‘জনতা কার্ফু থেকে আজ পর্যন্ত আমরা যেভাবে মহামারীর বিরুদ্ধে লড়াই করেছি, তা এই নির্বাচনের ফলাফলে ফুটে উঠেছে।’
আজ তাঁর ভাষণে মোদী দাবি করেন, বিজেপি সরকার যেভাবে করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করেছে, তার প্রভাব পড়েছে বিহারের মানুষের ভোটদানে। করোনা পরিস্থিতির মধ্যেও কৃষি, মহাকাশ, অর্থনীতি-সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। যা আদতে ভোটারদের মন জয় করে নিয়েছে বলে দাবি করেন মোদী। তিনি আরও বলেন যে, বিহার নির্বাচনে সফলতার মূলে রয়েছে সাইলেন্ট ভোটার। আর এই ভোটার’রা হলেন বাড়ির মহিলা ও নারীরা।