24 C
Kolkata
Tuesday, March 21, 2023
More

    কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের অনুমোদন পেলেই জানুয়ারীতেই ২২৫ টাকা দামের করোনা টিকা: আদর পুনাওয়ালা

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ শেষ হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল। আর এই তৃতীয় পর্যায়ের ট্রায়ালের রিপোর্ট দেখে ব্রিটেনের ভ্যাকসিন রেগুলেটরি কমিটির অনুমোদন পেলেই টিকা চলে আসবে জানুয়ারির মধ্যেই। সূত্রের খবর অনুযায়ী ভারতে কোভিশিল্ড টিকার ডোজ তৈরিই রেখেছে সেরাম ইনস্টিটিউট। আদর পুনাওয়ালার মতে টিকার সেফটি ট্রায়ালের রিপোর্টে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের অনুমোদন পেলেই আর এক মুহূর্তও দেরি করা হবে না।

    এইমুহুর্তে দেশের ১৫টি জায়গায় দ্বিতীয় ও তৃতীয় পর্বের ট্রায়াল শেষ হচ্ছে। এখনো পর্যন্ত এই টিকার ক্লিনিকাল ট্রায়ালের ফল ইতিবাচক। নেই কোনও জটিল পার্শ্বপ্রতিক্রিয়া। তাই বিজ্ঞানী সহ সকলেরই বিশ্বাস এই টিকা কার্যকরী হবেই। পুনওয়ালার মতে, ব্রিটেনে এই টিকা ছাড়পত্র পেলেই সেফটি ট্রায়ালের রিপোর্ট দেশের ড্রাগ কন্ট্রোলের কাছে জমা হবে। আর অনুমতি পেলেই টিকার ডোজ বাজারে চলে আসবে।

    উল্লেখ্য ভ্যাকসিন গ্রুপের প্রধান ডক্টর অ্যান্ড্রু পোলার্ড দাবি করেছেন যে এই মূহুর্তে সেরাম ইন্সটিটিউটে এখনই ৪ কোটি টিকার ডোজ তৈরি করে রাখা হয়েছে। অনুমোদন মিললেই বড়দিনের আগেই সুখবর দেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার সারা গিলবার্টের টিম। আর তা না হলে আগামী বছরের গোড়াতেই আসছে ভ্যাকসিন।

    প্রসঙ্গত, সেরাম কর্তা আরও জানিয়েছেন যে, এই টিকার দামও রয়েছে সাধ্যের মধ্যেই। অনুমান করা হচ্ছে যে এই ভ্যাকসিন ডোজের দাম হবে তিন ডলারের মধ্যে। অর্থাত্‍ ভারতীয় মূদ্রায় যা প্রায় ২২৫ টাকা। ভারত তো বটেই বিশ্বের প্রায় ৯০টি দেশে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যেই সেরামের কোভিশিল্ড টিকার দাম যাতে কম থাকে তার জন্য অর্থ বিনিয়োগ করছেন মাইক্রোসফট কর্তা বিল গেটস। ভ্যাকসিনের ডোজ পিছু দাম যাতে ৩ ডলারের মধ্যে থাকে তার জন্য তিনি ১৫০ মিলিয়ন ডলার খরচ করছেন।

    এছাড়া সেরাম সূত্রে খবর এই টিকার পাশাপাশি কোভোভ্যাক্স, কোভিভ্যাক্স, কোভি-ভ্যাক ও এসআইআই কোভ্যাক্স টিকার সেফটি ট্রায়াল করা হচ্ছে।এগুলি সুরক্ষিত প্রমাণিত হলেই মানুষের শরীরে প্রয়োগ শুরু হবে। সব মিলিয়ে ২০২১-২২ সালের মধ্যে ভারতের বাজারে করোনা টিকার প্রায় ১০০ কোটি ডোজ চলে আসবে অনুমান করা হচ্ছে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...