দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মাইক্রোব্লগিং সাইট টুইটার আবার একবার বিতর্কের কেন্দ্র বিন্দুতে। গতকাল রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইটার অ্যাকাউন্ট সাময়িক সময়ের জন্যে লক করে দেওয়া হয়। ফলে প্রোফাইলের ছবি সাদা হয়ে যায়। যদিও কিছুক্ষণ পর অবশ্য ছবি আবার ফিরে আসে।
তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট সাময়িকের জন্য লক করা প্রসঙ্গে টুইটারের ভারতীয় শাখার মুখপাত্র জানিয়েছেন, ‘অনিচ্ছাকৃত ত্রুটির কারণে, আমাদের গ্লোবাল কপিরাইট পলিসির অধীনে সাময়িকের জন্য ওই অ্যাকাউন্ট লক করা হয়েছিল। দ্রুত ওই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয় এবং অ্যাকাউন্টটি কার্যকর করা হয়।’
ঘটনাটি ঘটেছে কাল অর্থাত্ বৃহ্স্পতিবার রাত সাড়ে এগারোটার পর অনেকেই দেখেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার দেখাচ্ছে না। শুধু তাই নয় ওই প্রোফাইল পিকচারে ক্লিক করলে ফুটে উঠেছিল , ‘মিডিয়া দেখানো হচ্ছে না। এক কপিরাইটধারীর রিপোর্টের ভিত্তিতে এই ছবিটি সরিয়ে দেওয়া হয়েছে।’


স্বরাষ্ট্র মন্ত্রীর ছবি সরানো নিয়ে বিতর্ক শুরু হয় নেট দুনিয়াতে। কী কারণে অমিত শাহের প্রোফাইল পিকচার গায়েব হয়ে গিয়েছে, সেই প্রশ্ন উঠতে থাকে টুইটারিয়ানদের মধ্যে। যদিও মিনিট কুড়ির মধ্যে অবশ্য আবারও শাহের টুইটারে অ্যাকাউন্টে ছবি ফিরে আসে। টুইটার কর্তৃপক্ষ এই বিষয়টিকে অনিচ্ছাকৃত ত্রুটি আখ্যা দিয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ব্যাপারটিকে মোটেও হালকা ভাবে দেখা হচ্ছে না।
এরই মধ্যে গতকাল সন্ধ্যেতে ফ্রান্সের একজন হোয়াইট হ্যাট হ্যাকার এলিয়ট অল্ডারসন টুইট করেন যে মহিএদ্দিনে নামে একজন টুইটারিয়ানের ২৪৫.৫ হাজার ফলওয়ার্স কিন্তু সে একজনকেও ফলো করছে না বা একটাও টুইট সে করে নি। এর অর্থ সেই লোকটি টুইটার হ্যাক করেছে!
আর এর পরেই রাতের দিকে অমিত শাহ’র টুইটারের অ্যাকাউন্ট এ সমস্যা আরও একবার টুইটার এ ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার দিক নিয়ে প্রশ্ন থেকেই গেল!