29 C
Kolkata
Monday, March 27, 2023
More

    বিহারের নির্বাচনে কারচুপির অভিযোগ খতিয়ে দেখতে ভোট গণনার সিসিটিভি ফুটেজ চাইল কমিশন

    দ্য ক্যালকাটা মিরর: বিহারের গোপালগঞ্জ জেলার ভোরে বিধানসভা নির্বাচনী কেন্দ্রের ভোট গণনায় কারচুপির অভিযোগ খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ চেয়ে জেলাশাসক আরশাদ আজিজকে নির্দেশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ এসেছে যে গণনার সময় গণনাকেন্দ্রে গোপালগঞ্জের সাংসদ অলোক কুমার সুমন ঢুকে পড়েছিলেন। কমিশনে এমন্তই অভিযোগ জানিয়েছে সিপিআই-এমএল। গত ১০ নভেম্বর এই মর্মে মুখ্য নির্বাচন দফতরের সিইও-কে (বিহার) দলের তরফে লিখিত অভিযোগও জানানো হয়েছে।

    সিপিআই-এমএল এর করা অভিযোগপত্রে লেখা হয়েছে, ‘‘জেডি(ইউ) সাংসদ অলোক কুমার সুমন প্রার্থী নির্দেশাবলীর ১৬.৯ ধারা লঙ্ঘন করে গণনাকেন্দ্রে প্রবেশ করেন। এই অনুপ্রবেশের কারণে এই কেন্দ্রে পুনরায় ভোট গণনার প্রয়োজন দেখা দিয়েছে।’’

    যদিও সূত্রের খবর এই অভিযোগ সাংসদ সুমন অস্বীকার করলেও, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে নির্বাচন কমিশন এবং সেই কারণেই গণনাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ চেয়ে জেলাশাসককে নির্দেশ পাঠানো হয়। জেলাশাসক আরশাদ আজিজ বিষয়টি স্বীকার করে নিয়ে জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব তিনি নির্বাচন কমিশনের কাছে তিনি সিসি টিভি ফুটেজ পাঠাবেন।

    উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ ও জিএ-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে খুব কম ব্যবধানে নীতীশ কুমার ও বিজেপির জোট জয় লাভ করেছে। গণনার দিন থেকেই পিছিয়ে পড়তেই শাসকদলের বিরুদ্ধে নির্বাচনী দুর্নীতির অভিযোগ জানিয়ে আসছে আরজেডি, কংগ্রেস ও সিপিআই-এমএল।

    এই বিষয়ে আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদবের দাবি, ‘জনাদেশ মহাগঠবন্ধনের সহায়ক হলেও নির্বাচন কমিশনের পক্ষপাতীত্বের কারণে এনডিএ-কে জয়ী ঘোষণা করা হয়েছে। ২০১৫ সালে মহাগঠবন্ধন গঠন করার সময়ও আমাদের পক্ষেই ভোট পড়েছিল। কিন্তু খিড়কি দরজা দিয়ে ঢুকে ক্ষমতা হস্তগত করে বিজেপি।’

    এমনকি তেজস্বীর ইভিযোগ, গণনার নিয়ম অনুযায়ী বৈদ্যুতিন ইভিএম-এর আগে পোস্টাল ব্যালট গোনার বিষয়টি মানা হয়নি। তা ছাড়া সব পোস্টাল ব্যালট গোনা হয়নি বলেও তিনি দাবি করেছেন। ‘ভোরে’ বিধানসভা কেন্দ্রে এ বার জয়লাভ করেছেন জেডি(ইউ) প্রার্থী সুনীল কুমার। তাঁর কাছে মাত্র ৪৬২ ভোটে পরাজিত হয়েছেন সিপিআই-এমএল প্রার্থী জিতেন্দ্র পাসওয়ান।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    মাঝে মাঝেই জ্বরে ভুগছেন ? মুক্তি পেতে ভরসা রাখুন হোমিওপ্যাথিতে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : জ্বরের অনেক কারণ থাকতে পারে তৎসহ জ্বরের বিভিন্ন উপসর্গ থাকে। নীচে জ্বরের উপসর্গ অনুযায়ী...

    ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করল রাজ্য সরকার !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। এবার মহাবীর জয়ন্তীতেও ছুটি দিচ্ছে রাজ্য সরকার। শনিবার...

    কবে শুরু হচ্ছে ICC ক্রিকেট বিশ্বকাপ ? দেখুন সম্পূর্ণ সময়সূচি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকদের জন্য একটি সুখবর ইতিমধ্যেই জানতে পারা গিয়েছে। চলতি বছর...

    বাড়ছে গরমের প্রকোপ ! সপ্তাহ শেষে নামবে বৃষ্টি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পশ্চিমী অক্ষরেখার প্রভাবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে বাংলায়। পাশাপাশি ইতিমধ্যেই বাংলার উপর...

    ঋতু পরিবর্তনে সর্দি-কাশি-জ্বর নিয়ে জেরবার , সম্পূর্ণ মুক্তি দেবে হোমিওপ্যাথি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঋতু পরিবর্তনের সময় সাধারণ সর্দি, কাশি, জ্বর, মাথা যন্ত্রণা, অ‌্যাজমার পাশাপাশি নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের ঝুঁকিও...