দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সেনা সূত্রে খবর,সীমান্তরক্ষা বাহিনীর সঙ্গে এবছরের দীপাবলি উত্সব পালন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। উপস্থিত থাকবে নিরাপত্তা বাহিনীও। চীনের সাথে চলা সাম্প্রতিক অশান্তির মধ্যে সেনাবাহিনীর মনোবল বাড়াতে সেখানে উপস্থিত হবেন ও লাদাখে উত্সব পালন করবেন প্রধানমন্ত্রী এমনটাই খবর।
উল্লেখ্য, এর আগেও ছ’বার সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন প্রধানমন্ত্রী। এবছর উপস্থিত হলে তা হবে সপ্তমবার। গত বছর জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করেছিলেন মোদী। তিনি সেখানে সেনাবাহিনীর হেডকোয়ার্টারে সেনাদের সঙ্গে সাক্ষাত করেন এবং মিষ্টির প্যাকেট উপহার দেন। তিনি পাঠানকোট এয়ারফোর্স স্টেশনেও দীপাবলি উপলক্ষে গিয়েছিলেন।
২০১৪ থেকে মোট তিনবার জম্মু ও কাশ্মীরে সেনা ছাউনিতে দীপাবলি উদযাপন করেন তিনি। ২০১৮-য় উত্তরাখণ্ডের ভারত-চিন সীমান্তে, ভারতীয় সেনা এবং আইটিবিপি সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন। ২০১৫-য় পাঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তে, ২০১৬-য় হিমাচল প্রদেশে ভারতীয় সেনাবাহিনী এবং আইটিবিপিদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছিলেন।