32 C
Kolkata
Sunday, April 2, 2023
More

    দীপাবলীর দিন শোকস্তব্ধ তেহট্টের রঘুনাথ পুর গ্রাম, তারা কেউ ক্ষমা করবে না পাকিস্তানকে

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ প্রতিবারই দীপাবলির ঠিক আগে হামলার ছক কষে পাকিস্তান। তবে কোথায় কিভাবে সেটা আগে থেকে অনুমান করা যায় না। প্রস্তুতি থাকলেও যুদ্ধ তো যুদ্ধই আর সেই মতো জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারত বনাম পাকিস্তানের সেনার মধ্যে চরম যুদ্ধ পরিস্থিতি তৈরি হল! ভারতে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা নিয়ে উরি, দাওয়ার, নওগাঁও, তাংধার, সৌজিয়ান, কেরান, মাচিল, গুরেজ- একের পর এক সেক্টর জুড়ে শুরু হয় নিরন্তর গুলির লড়াই। আর তাতেই সুদূর কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এলাকায় পাক সেনার গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলার সাহসী ছেলে সুবোধ ঘোষ।

    মাত্র ২৪ বছর বয়সী এই তরুণ সেনাকর্মীর মৃত্যুর খবর আসতেই তেহট্টের রঘুনাথপুর গ্রাম শোকস্তব্ধ। আলোর উৎসবে দেশ ব্যস্ত হলেও শোকের ছায়ায় এই সেনাকর্মীর বাড়িতে আজ আলো জ্বলবে না। তেহট্টের এই গ্রাম কখনো ক্ষমা করবে না পাকিস্তানকে। উল্লেখ্য, শুক্রবার দুপুর থেকে দু’দেশের সেনা এবং সীমান্তরক্ষীদের মধ্যে নিয়ন্ত্রণরেখার বিস্তীর্ণ এলাকাজুড়ে চলছিল সংঘর্ষ, গুলিযুদ্ধ, মর্টার শেলিং।

    এই অতর্কিত আক্রমণ থেকে নিরীহ গ্রামবাসীদের কে সরিয়ে গ্রামের পর গ্রাম খালি করে দেওয়া হচ্ছিল সীমান্তে। গ্রামবাসীরা আত্মরক্ষার জন্যে চারটি বাঙ্কারেও আশ্রয় নিয়েছিলেন । কিন্তু পাক সেনার গুলোতে সেনাবাহিনীর এক ক্যাপ্টেন, বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সাব–ইন্সপেক্টর অফিসার সহ ভারতের পাঁচ নিরাপত্তারক্ষী এবং ছ’জন নিরীহ গ্রামবাসী প্রাণ হারিয়েছেন। বিএসএফের ওই কর্মীর নাম রাকেশ দোভাল (৩৯)। তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা। শহিদ জওয়ানদের মধ্যে রয়েছেন এই বাঙালিও, সুবোধ ঘোষ। তাঁর বাড়ি নদীয়ার তেহট্টে।

    পরিবার সূত্রে যা জানা গিয়েছে তাতে, ভারতীয় সেনাবাহিনীতে গানারের পদে ছিলেন সুবোধ। নিজের দক্ষতায় অল্প বয়সেই চাকরি পেয়েছিলেন। শুক্রবার বিকেলে তাঁর বাড়িতে ফোন করে মৃত্যুর খবর জানানো হয়। তার পর থেকে ওই পরিবার–সহ গোটা গ্রামে শুধুই শোক, হাহাকার আর চোখের জল। গ্রামের বহু মানুষ জড়ো হয়েছেন সুবোধের বাড়ি। গত জুলাই মাসে শেষবার তিনি বাড়ি এসেছিলেন এক মাসের কিছু বেশি সময়ের জন্য। বিয়েও করেছিলেন। তিন মাসের কন্যাসন্তান রয়েছে তাঁর। এখনো হাতে নিয়ে আদর করতে পারেন নি কন্যা সন্তান কে।

    সুবোধের স্ত্রী অনিন্দিতা ঘোষ একপলকে চেয়ে আছেন। একটু সম্বিত ফিরে তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘‘বৃহস্পতিবার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমার স্বামী বহুবার ফোন করে মেয়ের খোঁজ নিয়েছেন। কিন্তু আজ সকাল থেকে ফোন বন্ধ। তখনও বুঝিনি আমার এমন সর্বনাশ হয়েছে।’‌’

    এভাবে বাঙালির তরুণের শহিদ হয়ে যাওয়া কেউ মেনে নিতে পারছেন না। গুলিগোলার লড়াইয়ে বেশ কয়েকজনের সঙ্গে প্রাণ হারান সুবোধ। সুবোধের মা বাসন্তী ঘোষের চোখের জল থামছে না। তার মধ্যেই বলেন, ‘‘বিকেলে কাশ্মীর থেকে ফোন আসে। সেই ফোনে জানানো হয়, পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে আমার ছেলে প্রাণ হারিয়েছে।’’

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি ? কোথায় দাঁড়িয়ে ভারত ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পার ক্যাপিটা জিডিপি, জনস্বাস্থ্য, আয়ু, সামাজিক ন্যায়, যাপনের স্বাধীনতা এবং দুর্নীতিহীনতা-- এই একক গুলির...

    কেন্দীয় পুলিশে কয়েক হাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা...

    আসন্ন IPL-এ কোন দলের অধিনায়ক কে হলেন ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কলকাতা নাইট রাইডার্স সোমবার তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ১০টি আইপিএল দলের...

    বাড়ল প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা ! সিদ্ধান্ত কেন্দ্রের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান ও আধার লিংক করিয়ে...

    মোদীর লক্ষ্য ৪০০ পার ! বঙ্গে বিজেপির লক্ষ্য ২৫

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : দিল্লি লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। আব কি বার ৪০০ পার। ২০২৪-এর লোকসভা ভোটে সারা...