দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নিতীশ কুমার। তবে এর আগেই সূত্রের খবর অনুযায়ী, এনডিএ (NDA) একজনের পরিবর্তে বিজেপি থেকে দুজনকে উপ-মুখ্যমন্ত্রী নির্বাচন করেছে।
সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)র বিধায়ক তারকিশোর প্রসাদ এবং রেনু দেবী রাজ্যের নতুন দুই উপমুখ্যমন্ত্রী হচ্ছেন। গতকাল গভীর রাতে নিতীশ কুমার ও শীর্ষ স্থানীয় বিজেপি নেতাদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই উপমুখ্যমন্ত্রী পদ নির্বাচন নিয়ে রেণু দেবী জানিয়েছেন, এই ব্যাপারে তিনি দলের নির্দেশই মেনে চলবেন। অন্যদিকে তারকিশোর প্রসাদ এই বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান, এই উপমুখ্যমন্ত্রী পদ নির্বাচন নিয়ে তিনি কোনো কথা বলতে চান না। তবে তাঁকে যে দায়িত্ব দেওয়া হবে তিনি তা পালন করবেন। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিধানসভায় বিজেপির নেতা ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী ছিলেন সুশীল কুমার মোদী।
যদিও বিজেপি দল সুত্রেখবর, বিহারে যেভাবে বিজেপি ভালো ফল করেছে তার অন্যতম কান্ডারি সুশীল মোদী! আর সেই পুরস্কার হিসাবে সুশীল মোদীকে এবার কেন্দ্রীয় মন্ত্রী করছে বিজেপি। তবে এই নিয়ে দলের তরফে কোনও অনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয় নি বা কিছু জানানো হয়নি।
তবে হঠাত করে কেন সুশীল মোদীর পদ কার্যত ‘কেড়ে’ নেওয়া হল তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে সেই সব বিতর্ককে গুরুত্ব না দিয়ে সুশীল কুমার মোদী টুইট করেন, “গত ৪০ বছরের রাজনৈতিক জীবনে বিজেপি ও সংঘ পরিবার আমাকে অনেক কিছুই দিয়েছে। যে দায়িত্ব আমাকে দেওয়া হবে তা পালন করার চেষ্টা করব। পার্টিকর্মির পদ কেউ কেড়ে নিতে পারবে না।” এবার বেলা গড়ালেই বোঝা যাবে আসল চিত্র।