দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কপিল সিবাল কিছুদিন আগেও দলকে সতর্ক করে চিঠি লিখেছিলেন। কিন্তু সে চিঠি হিতে বিপরীত হয়েছিল, সে কারণে দলীয় নেতৃত্বেরই অসন্তোষের মুখে পড়তে হয়েছিল। এমনকি তাঁর ও তাঁর সহযোগীদের দাবি মতো দলের নেতৃত্বেও কোনও বদল আসেনি। এবার বিহার ভোটে দলের ভরাডুবি’র পর ফের একবার তিনি সরব হলেন
একটি সাক্ষাত্কারে কপিল সিবাল দাবি করেছেন যে মানুষ কংগ্রেসকে আর বিকল্প হিসেবেও ভাবছে না সেইসাথে বিহার নির্বাচনের আগেই মানুষের মন পড়তে ব্যর্থ হয়েছে কংগ্রেস। কপিল সিবাল বলেছেন, বিহারে নীতীশ সরকারের বিকল্প হিসেবে মানুষ আরজেডি-কেই বেছেছেন। সেখানে কংগ্রেসের কথা ভাবেননি। এমনকি গুজরাতেও উপনির্বাচনেও চুড়ান্ত ব্যর্থ কংগ্রেস।
হতাশ সিবাল বলেছেন, ‘লোকসভা উপনির্বাচনেও একটি আসন জিততে ব্যর্থ হয়েছি আমরা। উত্তর প্রদেশে কোনও কোনও আসনে কংগ্রেস ২ শতাংশের কম ভোট পেয়েছে। তিনি মনে করছেন ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গিয়েছে। তিনি এই প্রশ্নও তুলেছেন যে, গত ছ’ বছরে যখন কংগ্রেস আত্মসমীক্ষা করেনি তখন আর এখন তা কী নতুন করে করা সম্ভব!
তবে কপিল বাবু স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি কংগ্রেসে আছেন, আজীবন কংগ্রেসেই থাকবেন। উলেখ্য, কয়েক মাস আগেই দলের শীর্ষ নেতৃত্বে বদল চেয়ে তিনি এবং আরও ২২জন সিনিয়র নেতা দলকে চিঠি দিয়েছিলেন। কিন্তু দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে সেই প্রস্তাব খারিজ হয়ে যায় এবং দলেরই একাংশের রোষের মুখে পড়েন এই নেতারা।