দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: চার মাস পর ভারতে দৈনিক করোনার সংক্রমণের সংখ্যা হ্রাস পেয়েছে। গত ২৪ ঘন্টায় ৩০,৫৪৮ নতুন রোগী দেশে আক্রান্ত হয়েছেন। এর আগে ১৫ ‘ই জুলাই ২৯,৪২৯ টি নতুন মামলা হয়েছিল। স্বস্তির বিষয় এই যে গত দিনগুলিতে, নতুন সংক্রমণের সংখ্যার তুলনায় ৪৩,৮৫১ জন রোগী করোনায় সুস্থ হয়েছেন। অন্যদিকে করোনার বিরুদ্ধে জীবন যুদ্ধে হেরে গিয়েছেন ৪৩৫ জন। আমেরিকা ও ইতালির পরে করোনার সংক্রমণের হিসেবে এই সংখ্যা বিশ্বে সবচেয়ে বেশি। একই সঙ্গে ভারত মৃতের সংখ্যার নিরিখে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে, ভারতে এই মূহুর্তে মোট অ্যাক্টিভ করোনার কেস বেড়ে হয়েছে ৮৮ লক্ষ ৪৬ হাজার ৮৬৮, এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ১২৮ জন প্রাণ হারিয়েছেন। মোট সক্রিয় মামলা ৪ লাখ ৬৫ হাজার নেমে এসেছে। গত ২৪ ঘন্টায় সক্রিয় ক্ষেত্রে সংখ্যা ১৩,৭৩৮ হ্রাস পেয়েছে। এ পর্যন্ত করোনাকে হারিয়ে ৮২ লক্ষ ৪৯ হাজার মানুষ সুস্থ হয়েছেন। গত ২৪ ঘন্টা, ৪৩,০০০ জন রোগী করোনা থেকে সুস্থ হয়েছেন।