দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দিল্লিতে বড়সড় হামলার ছক বানচাল করল দিল্লি পুলিশ। সোমবার রাতে ২ সন্দেহভাজন জৈশ-ই-মহম্মদ জঙ্গিকে গ্রেফতার করল দিল্লি পুলিশের বিশেষ সেল। দিল্লির সরাই কালে খান থেকে গ্রেফতার হওয়া ২ জঙ্গিকে পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন। ধৃতদের কাছ থেকে ২টি সেমি অটোমেটিক পিস্তল ও ১০ রাউণ্ড কার্তুজ পাওয়া গিয়েছে।
পুলিশি জেরায় জানা গিয়েছে ধৃত দুই জঙ্গি জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। ধৃতদের মধ্যে আব্দুল লতিফ মির (২২) বারামুল্লার পালা মহল্লার বাসিন্দা আর মহম্মদ আশরাফ খাতানা (২০) কুপওয়ারার হাট মুল্লা গ্রামের বাসিন্দা।
গোয়েন্দা সূত্রের খবর, এই দুই সন্দেহভাজন জঙ্গি এর আগে পাক-অধিকৃত কাশ্মীরে যাওয়ার চেষ্টা করেছিল। ভারতীয় সেনা তা রুখে দেয়। এরপর এরা দিল্লিতে হামলা চালানোর পর নেপাল হয়ে পাক-অধিকৃত কাশ্মীরে যাওয়ার পরিকল্পনা করেছিল।
উল্লেখ্য, গত আগস্টে দিল্লি পুলিশ এর আগে আরেকটি জঙ্গি হামলার চেষ্টা রুখে দেয়। গ্রেফতার করা হয় এক ইসলামি স্টেট (IS) জঙ্গিকে। ধৌলা কুয়াঁ এলাকা থেকে তাকে ধরা হয়। ওই জঙ্গির কাছ থেকে উদ্ধার করা হয়েছিল ১৫ কেজি আইইডি।
দিল্লি পুলিশের আধিকারিকরা জানিয়েছন, সোমবার রাত সওয়া ১০টা নাগাদ সরাই কালে খানে মিলেনিয়াম পার্কে এদের ধরার জন্যে ফাঁদ পাতা হয় এবং কৌশলে এই ২ জঙ্গিকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই অন্যান্য জইশ জঙ্গিদের গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশ দিল্লির বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি চালাচ্ছে।