দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বুধবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন যে রাজ্য সরকার মধ্যপ্রদেশ রাজ্যে গরু রক্ষার জন্য একটি ‘গরু মন্ত্রিসভা’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
মুখ্যমন্ত্রী চৌহান ঘোষণা করেন, পশুপালন, বন, পঞ্চায়েত, পল্লী উন্নয়ন, হোম অ্যান্ড কৃষক কল্যাণ বিভাগ এই নতুন গো মন্ত্রিসভার অংশ হবে।
মুখ্যমন্ত্রী একটি টুইটে বলেন “রাজ্যে গরুর সুরক্ষা ও উন্নয়নের জন্য একটি ‘গরু মন্ত্রিসভা’ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুপালন, বন, পঞ্চায়েত ও পল্লী উন্নয়ন, রাজস্ব, বাড়ি ও কৃষক কল্যাণ বিভাগগরু মন্ত্রিসভার অংশ হবে। আগার মালওয়ার গৌ অভয়ারণ্যে ২২ শে নভেম্বর গোপাষ্টমীতে দুপুর ১২টায় প্রথম সভা অনুষ্ঠিত হবে।”