দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বুধবার বোম্বে হাইকোর্ট ভীমা কোরেগাঁও সহিংসতা মামলায় অভিযুক্ত ভারাভারা রাওকে রাজ্য সরকারের খরচে ১৫ দিনের জন্য নানাবতী হাসপাতালে ভর্তি করার অনুমতি দিয়েছে।
তাঁর পরিবারকে হাসপাতালের নিয়ম অনুযায়ী তার সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়। বিচারপতি এস এস শিন্ডে এবং বিচারপতি মাধব জামদারের একটি বেঞ্চ ৩ ডিসেম্বর পর্যন্ত এই মামলার শুনানি মুলতবি করে এবং আগামী ওই তারিখে কবি’র মেডিকেল রিপোর্টের একটি কপি পেশ করতে নির্দেশ দেয়। এছাড়াও বেঞ্চ নির্দেশ দেয় যে আদালতকে না জানিয়ে রাওকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া উচিত নয়।
উল্লেখ্য, নকশালদের সাথে যোগসূত্র এবং পুনে জেলার ভীমা কোরেগাঁও গ্রামে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে ২০১৮ সালের নভেম্বর মাসে কবি রাওকে গ্রেফতার করা হয়। ১ জানুয়ারি, ২০১৮ তারিখে এই সহিংসতায় একজন নিহত এবং ১০ জন পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়। নববর্ষের দিনে ভীমা-কোরেগাঁও যুদ্ধের ২০০ বছর পূর্তি উপলক্ষে গ্রামের দিকে যাওয়া গাড়ি লক্ষ্য করে কিছু লোক গেরুয়া পতাকা নিয়ে পাথর ছোঁড়ার পর সহিংসতা ছড়িয়ে পড়ে।
পুলিশ ১৬২ জনের বিরুদ্ধে ৫৮টি মামলা দায়ের করেছে। রাও এর বিরুদ্ধে ইউপিএ আইন লাগু করেছে পুলিস যদিও যথাযথ প্রমাণ দিতে পারে নি পুলিস। রাও এই মূহুর্তে শয্যাশায়ী। তাঁর ক্যাথিটার লাগানো রয়েছে।