দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:এপ্রিল থেকে চীনের সাথে যে সংঘাত চলছে, তা মেটার নাম নেই। সেই কারণে শীতে ফরওয়ার্ড বেসে হাজার হাজার সেনা থাকবেন। লাদাখের বেস ক্যাম্পে মারাত্মক শীতে সেনাবাহিনীর জওয়ানদের যাতে খুব অসুবিধা না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে ভারতীয় সেনা।
দেখা গিয়েছে অনেক জায়গায় তাপমাত্রা মাইনাস ৪০ হতে পারে। কিছু জায়গায় ৩০-৪০ ফিট অবধি বরফ পড়ে। সেই কারণে এবার বিশেষ ব্যবস্থা করা হয়েছে বিদ্যুৎ, জল, হিটারের। সেনবাহিনী সুত্রে জানা গিয়েছে রিমডেলিংয়ের সময় জওয়ানদের স্বাস্থ্য ও ক্যাম্পের পরিচ্ছনতার ওপর নজর দেওয়া হয়েছে।
আরেক অফিসার জানিয়েছেন যেকোনও আপৎকালীন পরিস্থিতির জন্য পর্যাপ্ত পরিকাঠামো জওয়ানদের দেওয়া হয়েছে । এর আগেই আমেরিকা থেকে বিশেষ ঠান্ডায় পরার পোশাক আমদানি করেছে ভারত। লেমোয়ার অন্তর্গত ১৫ হাজার সেট (extended cold weather clothing system (ECWCS)-এর অর্ডার দিয়েছিল ভারত। এবার সেনাবাহিনী যাতে ভালো ভাবে থাকতে পারে, সেই ব্যবস্থাও করা হল। চীনের সঙ্গে আট দফা সামরিক স্তরে কথা হয়েছে। কিন্তু এখনও সমাধানসূত্র বেরোয়নি। চীন বলছে ভারত আগে সেনা সরাক যেটা মোটেই মানতে রাজি নয় নয়াদিল্লি।