দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: একটানা দু বছর! গত দু’ বছরে কোনোরকম দুর্ঘটনামুক্ত থেকে অন্য নজির গড়লো নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। একদিকে যেমন প্রায়শই রেল দুর্ঘটনার কথা খবরের শিরোনামে উঠে আসতো, সেখানে গত দুবছরে নিজেকে দুর্ঘটনামুক্ত রেখে প্রশংসা কুড়লো নর্থইস্ট রেলওয়ে। উত্তরপূর্বের সমস্ত রাজ্য, পশ্চিমবঙ্গ, তথা বিহারের কিছু অংশের ট্রেন পরিচালনার দায়িত্ব আছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে বা NFR ।
এনএফআর এর এক কর্মকর্তা শুভানন চন্দ বলেন, এই সুরক্ষাবিধি সম্পন্ন হয়েছে কেবলমাত্র ট্রেন পরিচালনার সকল পরিকাঠামোর নিয়মিত পরীক্ষার নিরিক্ষার জন্যই। যেহেতু ট্রেন চলাচলের কারণে সাধারণত রেললাইনে ক্ষতি হয়,তাই এই পরীক্ষাগুলি করা আবশ্যক। এর পাশাপাশি তিনি জানান, গত বছরের তুলনায় এই বছর নতুন লাইন লাগানো, রেল সেতু মেরামতের কাজ হয়েছে প্রায় ১৩ শতাংশ বেশী।
তিনি আরও জানান যে এর পাশাপাশি রেল লাইনের ফাটল পরীক্ষা হয়েছে আল্ট্রাসাউন্ড টেস্টিং পদ্ধতিতে। আর গত বারের তুলনায় এই বছর আল্ট্রাসাউন্ড টেস্টিং হয়েছে প্রায় ২৮ শতাংশ বেশী হয়েছে। এই সংস্থার আরেক আধিকারিক চন্দ জানিয়েছেন, উচ্চমানের সুরক্ষার দরুন এই অংশের ট্রেন এবং মালবহনকারী ট্রেন গুলির গতিবেগও বাড়ানো সম্ভবপর হয়েছে।