দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: পুলিশ জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গিদের গ্রেনেড হামলায় অন্তত ১২ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। সংবাদ সংস্থা পিটিআই এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর দিকে লক্ষ্য করে গ্রেনেড হামলা করেছে।
এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাটি ঘটেছে পুলওয়ামার কাকাপোরা এলাকায়। এই কর্মকর্তা জানান, বিস্ফোরণে ১২ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ওই কর্মকর্তা এও জানান যে, এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং হামলাকারীদের ধরতে একটি তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
এই সপ্তাহের শুরুতে উত্তর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের “বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘনে” সাত বছরের এক বালকসহ অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত হয়। গোলাগুলিতে চারজন সেনা ও বিএসএফ জওয়ান প্রাণ হারান এবং পাল্টা গুলিতে কমপক্ষে ছয় থেকে আট জন পাকিস্তানি সেনা নিহত হয়।