দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: শিলং টাইম্সের এডিটর প্যাট্রিসিয়া মুখিম এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া থেকে ইস্তফা দিলেন। প্যাট্রিসিয়ার অভিযোগ, মেঘালয় হাইকোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ হওয়ার পর তিনি এডিটরস গিল্ডকে বিষয়টি নিয়ে পর্যালোচনার আবেদন জানিয়েছিলেন কিন্তু গিল্ড তা নিয়ে অজানা কারণে চুপ ছিল। তারই প্রতিবাদে তিনি ইস্তফা দিলেন।
এছাড়াও এই ইস্তফা প্রসঙ্গে বর্ষীয়ান সম্পাদক প্যাট্রিসিয়ার আরও অভিযোগ করেছেন যে, গিল্ডের সদস্য না হওয়া সত্ত্বেও অর্ণব গোস্বামীর গ্রেফতারি নিয়ে গিল্ড এর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। অথচ অর্ণব গোস্বামীর গ্রেফতারির কারণ তাঁর সাংবাদিকতা ছিল না! একটি অপ্রাসঙ্গিক বিষয়ে গিল্ড সোচ্চার অথচ তাঁর বিষয়টি প্রাসঙ্গিক, তবুও গিল্ড চুপ।
উল্লেখ্য, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে এই বর্ষীয়ান সাংবাদিককে গ্রেপ্তার করে মেঘালয় পুলিশ। আর এই বিষয়ে গত ১০ নভেম্বর মেঘালয় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জানায় প্যাট্রিসিয়া তাঁর ওপর আনা অভিযোগের দায় এড়াতে পারেন না। সেকারণে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিলের আবেদন আদালত খারিজ করে দেয়।
এরপরেই সাংবাদিক এই অভিযোগ আনেন। গিল্ডে প্যাট্রিসিয়া এই ঘটনার কথা জানালেও কোনও সাড়া পাননি। গিল্ডের কাছে কোর্টের নথিও তিনি পাঠিয়েছিলেন বলে দাবি। তার কোনও পারপ্তি স্বীকার নিয়য়ে কোনো জবাব আসেনি। পদ্মশ্রী সম্মানে সম্মানিতা প্যাট্রিসিয়া মুখিমের অভিযোগ, অর্ণব গোস্বামী গিল্ডের মেম্বার নন। তবুও তাঁর গ্রেফতারির নিন্দা করে বিবৃতি দিয়েছিল গিল্ড। যদিও এই বিষয়ে এডিটরস গিল্ডের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।