25 C
Kolkata
Monday, March 20, 2023
More

    বাংলা পর্যটনে অক্সিজেন, কেন্দ্রের ‘দেখো আপনা দেশ’ প্রকল্পে পশ্চিমবঙ্গের ১৯টি পর্যটন গন্তব্য

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আগামী বছরের জানুয়ারী থেকে ‘দেখো আপনা দেশ’ প্রকল্পের ঘোষণা করল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। আর এই প্রকল্পে এবার পশ্চিমবঙ্গের ১৯টি পর্যটন গন্তব্য। উত্তরবঙ্গের একাধিক জেলার পর্যটনস্থল ওই তালিকায় রয়েছে। ‘দেখো আপনা দেশ’ প্রকল্প অনুযায়ী সপ্তাহের দু’দিন প্রতিটি এলাকার সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি, খাবার, স্থানীয় ভাষাভাষী গোষ্ঠীকে নিয়ে অনুষ্ঠানের একটি পর্যটন প্যাকেজ তৈরি করা হয়েছে। আর এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘উইকেন্ড গেটওয়েস’। ৩১ ডিসেম্বর থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় তা শুরু হলেও উত্তরবঙ্গে চালু হচ্ছে নতুন বছরের ১৬ জানুয়ারি।

    এই প্রকল্প কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের তরফে পূর্বাঞ্চল ক্ষেত্রে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়া, পাহাড়ের ১২ মাইল, কাফের, তাকদা, রিম্বিক, বিজনবাড়ি, সোনাদা, মংপু এবং মিরিকের বংকুলুংকে বাছাই করা হয়েছে। একেবারে স্থানীয়স্তরের শিল্পীদের দিয়ে করানো হবে রবি ঠাকুরের গান থেকে ধিমাল নাচগান, শেরপা-নেওয়ার, গুরুং, তামাং, খাস বালুন ও সঙ্গিনী নাচের মত অনুষ্ঠান।

    মূল এলাকার বাইরে পর্যটকদের ঘোরানো হবে লাভা, সিলারিগাঁও, চিলাপাতা, মাদারিহাট, বক্সা, জলদাপাড়া, কোচবিহার রাজবাড়ি, দুধিয়া, মিরিক, সিটং, লামাহাটা-সহ একাধিক এলাকা। প্রতিটি মূল এলাকাকে ধরে এক একটি প্যাকেজ এর উল্লেখ রয়েছে। এই প্যাকেজে সারাদিন বা দু’দিনের গন্তব্য বাছাই করা হয়েছে। উত্তরবঙ্গ ছাড়াও দক্ষিণবঙ্গে বোলপুর শান্তিনিকেতন, পিংলা, বলরামপুর, সুন্দরবন, পাঁচমুড়ার মত এলাকা মিলিয়ে মোট ৮টি জেলা বাছাই করা হয়েছে।

    তবে কেন্দ্রের এই অভিনব উদ্যোগের মধ্যে রাজনীতির ছোঁয়া দেখছে তৃণমূল। তাদের দাবি, করোনায় পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়েছে, সেখানে সরকারি কোনও প্যাকেজ ঘোষণা না করে এমন প্রচার কেন। এই প্রসঙ্গে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেছেন, ”কেন্দ্রীয় সরকার রাজ্যের লাল মাটির গ্রাম থেকে পাথুরে পাহাড়ি ছোট জনপদের জন্য কতটা ভাবে, এই প্রকল্পের মধ্যে দিয়ে সেটারই প্রচার চলবে। রাজনীতি আর এলাকায় নিজেদের লোক তৈরি, ঢোকানো ছাড়া কিছু নয়।”

    তিনি এও জানান যে , ওই এলাকায় পর্যটনের পরিকাঠামো উন্নতি, প্যাকেজ নিয়ে এতদিন কেন্দ্র সরকার কিছুই করেনি। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, কেন্দ্রের উন্নয়নে রাজনীতি দেখা তৃণমূলের গুপ্ত রোগ। তবে এই নতুন কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্য পর্যটন দফতরের আধিকারিকদের দাবি, রাজ্যের সব পর্যটনস্থলকে ঠিকমতোই দেশে-বিশ্বের আঙিনায় তুলে ধরা হচ্ছে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...