দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনা টেস্ট কিট, যা আদতে একটি পেপার স্ট্রিপ তার, নামকরণ করা হয়েছে সত্যজিত্ রায়ের এই অমর সৃষ্টির নামেই। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ (CSIR-IGIB) ইন্সটিটিউট অব জেনোমিক্স এবং ইন্টিগ্রেটিভ বায়োলজির দুই বাঙালি বিজ্ঞানী ডক্টর দেবজ্যোতি চক্রবর্তী এবং ডক্টর সৌভিক মাইতির গবেষণার ফসলই হল এই কোভিড সনাক্তকারী ‘ফেলুদা পেপার স্ট্রিপ’।
এতদিন পর্যন্ত ট্রায়ালের পর্যায়ে ছিল এই পেপার স্ট্রিপ। এবার এই ট্রায়ালের ফলাফল প্রকাশ্যে এনেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। জানা গিয়েছে,ইন্সটিটিউট অব জেনোমিক্স এবং ইন্টিগ্রেটিভ বায়োলজির ল্যাবে প্রায় ২০০০ করোনার রোগীর শরীরে কোভিড সংক্রমণ সনাক্ত করতে এই পেপার স্ট্রিপ কিট ব্যবহার করা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন জানিয়েছেন, এই ট্রায়ালের রিপোর্ট খুবই সন্তোষজনক। তিনি জানিয়েছেন এই পেপার স্ট্রিপ কিট প্রায় ৯৬ শতাংশ ক্ষেত্রেই করোনার সংক্রমণ ধরতে সক্ষম এবং ৯৮ ভাগ ক্ষেত্রে এটি নির্ভুল ফলাফল দিয়েছে। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের অনুমতি পেয়েই ফেলুদা পেপার স্ট্রিপ কিটের ট্রায়াল শুরু করা হয়েছিল। আর এবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অনুমোদনে সারা দেশে এই কিটের বাণিজ্যিক উত্পাদনও শুরু হতে চলেছে। সূত্রের খবর, দেশে আগামী দশ দিনের মধ্যেই এর বহুল প্রয়োগ শুরু হয়ে যাবে।