25 C
Kolkata
Thursday, March 23, 2023
More

    ভারতীয় নারী শক্তির উল্লেখযোগ্য নিদর্শন পুলিশ কনস্টেবল সীমা ঢাকা, একার হাতে ৯০ দিনে ৭৬ জন নিখোঁজ শিশু উদ্ধার

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মাত্র ৩ মাসে ৭৬ জন নিখোঁজ শিশুদের উদ্ধার করে শ্যামপুর বদলি থানার পুলিশ কনস্টেবল সীমা ঢাকা অনন্য নজির স্থাপন করেছেন। ওই থানার পুলিশ অফিসারদের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার দৌলতে গোটা দেশের নয়নমনী এখন এই সাহসী বীরাঙ্গনা। এত স্বল্প সময়ে এই অভূতপূর্ব সাফল্যের জন্য দিল্লি পুলিশের তরফে তাঁর পদন্নোতিও ঘোষণা করা হল। তিনি পঞ্জাব, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে মোট ৭৬ জন শিশুকে উদ্ধার করেছেন।

    উল্লেখ্য, সম্প্রতি নিখোঁজ শিশুদের উদ্ধারের জন্য এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছিল দিল্লি পুলিশ। সেই উদ্যোগে বলা হয়েছিল নিখোঁজ শিশুদের উদ্ধার করতে পারলে নির্দিষ্ট কনস্টেবল এবং হেড কনস্টেবলদের দ্রুত পদোন্নতি করা হবে। সেখানে এও উল্লেখ ছিল যে মাত্র ১২ মাসের মধ্যে যে কনস্টেবল বা হেড কনস্টেবল ১৫ জন নিখোঁজ শিশু উদ্ধার করতে পারবেন, দিল্লি পুলিশের তরফে তাঁর পদন্নোতি ঘোষণা করা হবে। এরপরই গত ৭’ই আগস্ট থেকে ময়দানে নামেন সীমা ঢাকা। দিল্লি পুলিশের পূর্ব ঘোষণা মতই, কনস্টেবল থেকে পদন্নোতি হয়ে সীমা এখন সাব-ইনস্পেকটর।

    ইতিমধ্যে দিল্লি পুলিশ সূত্রে খবর, সীমা এখনো অবধি মোট ৭৬ জন শিশুকে উদ্ধার করেছেন। যাদের মধ্যে ৫৬ জনেরই বয়স ১৪ বছরের থেকে কম। পশ্চিমবঙ্গের বন্যা কবলিত এলাকা থেকে গত অক্টোবরে এক নাবালককে উদ্ধার করা হয়েছে বলে জানান সীমা। সীমা জানান বাড়ির আত্মীয়দের হাতে অত্যাচারের ভয়ে সে বাড়ি ফিরতে নারাজ।

    ৭ ‘ই আগস্ট থেকে এখনো অবধি মোট ১,৪৪০ জন নিখোঁজ শিশুকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১,২২২ এই নির্দিষ্ট সময়ের মধ্যেই নিখোঁজ হয়েছিল বলে খবর। ২০১৯-এ ৫,৪১২ জন নিখোঁজ শিশুদের মধ্যে ৬১.৬৪% শিশুকে উদ্ধার করা হয়। ২০২০ সালে এখনও পর্যন্ত ৩,৫০৭ শিশুর মধ্যে উদ্ধারের হার ৭৪.৯৬%।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...