দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বৃহস্পতিবার সংসদীয় প্যানেল প্যানেলের চেয়ারপার্সন মীনাক্ষী লেখি বলেন, সুপ্রিম কোর্ট এবং ভারতের প্রধান বিচারপতিকে (সিজেআই) লক্ষ্য করে স্ট্যান্ড আপ কৌতুকাভিনেতা কুণাল কামরা’র সাম্প্রতিক “অশ্লীল বা আপত্তিজনক” টুইট নিয়ে একটি সংসদীয় কমিটি আজ টুইটারকে প্রশ্ন করেছে।
উল্লেখ্য এর আগে লাদাখকে চীনের অংশ হিসেবে ভুলভাবে দেখানোর জন্য এবং গত মাসের শেষে সে ভুল সংশোধন করার প্রতিশ্রুতি দেওয়ার জন্য টুইটার এই একই সংসদীয় প্যানেলের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছিল। বৃহস্পতিবার তথ্য সুরক্ষা বিল সংক্রান্ত সংসদের যৌথ কমিটির সামনে টুইটার ইন্ডিয়ার প্রতিনিধিদের বরখাস্ত করা হয়েছে।
মীনাক্ষী দেবী সাংবাদিকদের বলেন, “এটা লজ্জাজনক যে টুইটার সুপ্রিম কোর্ট এবং সিজেআই (CJI) -এর বিরুদ্ধে স্ট্যান্ড আপ কৌতুকাভিনেতা কুণাল কামরাকে অশ্লীল মন্তব্যে করার জন্য অনুমতি দিচ্ছে। সুপ্রিম কোর্ট এবং সিজেআই-এর মতো শীর্ষ সাংবিধানিক কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মত নিন্দনীয় ঘটনার জন্য টুইটার তার প্লাটফর্মের অপব্যবহার করার অনুমতি দিচ্ছে।”
তিনি বলেন, কংগ্রেস সাংসদ বিবেক তানখা, বিএসপি সাংসদ রীতেশ পান্ডে এবং বিজেডি সাংসদ ভাত্রুহারি মাহতাব সহ রাজনৈতিক পরিসর জুড়ে সকল কমিটির সদস্যরা এই বিষয়ে টুইটার প্রতিনিধিদের দোষী সাব্যস্ত করেছেন। মীনাক্ষী দেবী এও বলেন যে কুণাল কামরার হ্যান্ডেল এবং টুইট নিষিদ্ধ করার ব্যাপারে টুইটার যে ব্যাখ্যা দিয়েছে তা সংশোধীয় কমিটির কাছে অপর্যাপ্ত মনে হয়েছে।
অন্যদিকে, কুণাল কামরা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তার বিতর্কিত টুইট প্রত্যাহার করতে অনিচ্ছা প্রকাশ করেছেন অথবা তার জন্য ক্ষমা চাইতে অস্বীকৃত হয়েছেন। তিনি বিশ্বাস করেন যে ‘তারা’ “নিজেদের জন্য কথা বলেন”।
প্রসঙ্গত, এর আগেই অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীকে অন্তর্বর্তী জামিন দেওয়ার পর শীর্ষ আদালতকে নিয়ে ধারাবাহিক “আপত্তি ও অসম্মানজনক” টুইটের জন্য তার বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার মামলা শুরু করতে সম্মতি প্রদান করেছেন।