দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ২০২১ সালের ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী। এই বিশেষ দিনটিকে ‘জাতীয় ছুটির দিন’ হিসাবে এবার ঘোষণা করুক কেন্দ্রীয় সরকার। সম্প্রতি এই অনুরোধ জানিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির অন্তর্ধাণ রহস্যের তথ্য সামনে আনার দাবিও পরিষ্কার ভাবে চিঠিতে রাখলেন মুখ্যমন্ত্রী।
চিঠিতে প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ করেছেন, নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীর আগেই এই সিদ্ধান্ত নেওয়া হোক। মুখ্যমন্ত্রীর অভিমত, নেতাজির জন্মদিন গোটা দেশেই মর্যাদার সঙ্গে পালিত হয়। তাই ওই দিনটিকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করাই উচিত। প্রয়োজনে প্রধানমন্ত্রী যাতে ওই বিষয়ে ‘ব্যক্তিগত ভাবে’ উদ্যোগী হন, সে অনুরোধও জানিয়েছেন তিনি।


চিঠিটি বুধবার প্রধানমন্ত্রীর কাছে পাঠান মুখ্যমন্ত্রী। এই চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে লিখেছেন, “নেতাজি একজন ‘জাতীয় বীর’ এবং ‘জাতীয় নেতা’। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতার সংগ্রামের প্রতীক নেতাজি। তার সঙ্গেই মনে করিয়ে দিয়েছেন, রাজ্য সরকার অনেক দিন ধরেই নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করার দাবি জানিয়ে আসছে। যে দাবি এখনও পূরণ হয়নি।”
নেতাজির জন্মদিনে জাতীয় ছুটির দাবি আর্জি এই প্রথম নয়। অতীতে ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে ও বহুবার কেন্দ্রকে এই দিনটিতে ছুটি ঘোষণার অনুরোধ জানানো হয়েছে।মূলত এই দিনটির গুরুত্ব এবং জাতীয় আবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্তটি প্রণয়নের আর্জি রেখেছেন সিপিএমও। কিন্তু সেই আর্জি ইউপিএ জমানায় বাস্তবায়িত হয়নি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গত বছর এই আর্জি নিয়ে চিঠি লেখেন প্রধানমন্ত্রীর দফতরে।
তবে এবারে শুধু ছুটির আর্জি নয়,মুখ্যমন্ত্রীর এবারের দাবি নেতাজির অন্তর্ধানরহস্য সামনে আনা হোক। এই কাজ অনেকটা এগিয়ে রাখতে রাজ্য সরকার ইতিমধ্যেই সামনে এনেছেন বহু ফাইল। তবে ছুটির দিন সহ নয়া এই বক্তব্যকে এবারে আরোও জড়ালো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে এবার বিধানসভা ভোটের আবহে মুখ্যমন্ত্রীর দাবি প্রধানমন্ত্রী মঞ্জুর করেন কিনা সেটাই দেখার বিষয়।