দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দেশে শুরু হল কোভ্যাক্সিনের তৃতীয় তথা চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল। কথা দিয়েছিলেন, সেই মতোই স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে আসলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। শুক্রবার হরিয়ানার আম্বালার একটি হাসপাতালে অনিল ভিজের শরীরেই কোভাক্সিন টিকা প্রথম প্রয়োগ হয়েছে।


ভারত বায়োটেকের কোভ্যাক্সিন পরীক্ষায় নিজের ওপর টিকা প্রয়োগের জন্য প্রথম স্বেচ্ছাসেবক হিসেবে নিজের নাম নথিভুক্ত করেছিলেন অনিল ভিজ। সেই মতো শুক্রবার বেলায় আম্বালা ক্যান্টনমেন্টের একটি হাসপাতালে অনিল ভিজের শরীরে কোভাক্সিন টিকা প্রথম প্রয়োগ করা হয়েছে।
এক বছর হয়ে গিয়েছে, সমগ্র বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে করোনাভাইরাস। বৈশ্বিক মহামারি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এখনও পর্যন্ত টিকা বাজার জাত হয় নি। এমনকি করোনা-আক্রান্তের সংখ্যা প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মৃত্যুও হচ্ছে এবং হয়েছে অসংখ্য মানুষের। গোটা বিশ্ববাসীই এখন তাকিয়ে রয়েছে কবে বাজারে আসবে করোনার টিকা। কবে আবার আমরা এক সাথে মিলিত হতে পারব!