দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ট্রেনে যাত্রীসংখ্যা বাড়াতে অত্যাধুনিক সুবিধাযুক্ত দোতলা রেলওয়ে কোচ তৈরি করল কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি বা আরসিএফ। এই কোচ ঘণ্টায় ১৬০ কিমি বেগে ছুটতে পারে।
প্রয়োজনীয় অনুমোদন পেতে নতুন বাতানুকূল ডবল ডেকার কোচগুলি পাঠানো হয়েছে লখনউয়ে রেলের রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (আরডিএসও) থেকে। RDSO থেকে অনুমতি পেলে দেশের ব্যস্ততম রেলওয়ে রুটগুলিতে এই কোচগুলি ব্যবহার করা হবে বলে জানিয়েছে রেল মন্ত্রক।
উল্লেখ্য, ভারতীয় রেল নব্বইয়ের দশকে চলতি আইসিএফ নকশা অনুযায়ী নন-এসি ডবল ডেকার কোচ তৈরি করেছিল। এর পরে ২০১০ সালের মার্চ মাসে তৈরি হয় ভারতের প্রথম এসি দোতলা রেলওয়ে কোচ, জে কোচগুলি ঘণ্টায় ১৩০ কিমি বেগে ছুটতে পারতো। এর পড়ে পরবর্তীকালে আরও কিছু সুবিধাযুক্ত ‘উদয়’ ডবল ডেকার কোচ তৈরি করে আরসিএফ। কিন্তু সেগুলি সব স্টেশনের রেলপ্ল্যাটফর্মের সাথে মানানসই ছিল না।
এবারে জে নতুন ডবল ডেকার কোচ তৈরি হয়েছে তাতে রয়েছে অত্যাধুনিক এয়ার স্প্রিং সাসপেনশন প্রযুক্তি, ফলে যাত্রাকালে ন্যূনতম ঝাঁকুনি অনুভব করবেন যাত্রীরা। এই নতুন ডবল ডেকার কোচেড় প্রতিটিতে ১২০ জন বসতে পারবে। এগুলি স্লিপার কোচ নয়। উপরের তলায় রয়েছে ৫০টি আসন, নীচের তলায় ৪৮টি আসন এবং এই দুই তলার মধ্যবর্তী অংশে থাকছে দুই ভাগ মিলিয়ে মোট ২২টি আসন।
দুপাশের আসনের সারির মাঝখানে যাত্রীদের চলাচলের জন্য প্রশস্ত জায়গা রাখা হয়েছে। সেই সঙ্গে আরামপ্রদ সফরের জন্য ছিমছাম অন্দরসজ্জা, ওভারহেড লাগেজ রাখার তাক, মোবাইল ও ল্যাপটপ চার্জিং সকেট, জিপিএস ভিত্তিক যাত্রী তথ্য পরিষ্বা, গন্তব্য স্টেশনের নাম ফুটে ওঠার জন্য এলইডি স্ক্রিন সহ অন্যান্য আধুনিক যাত্রী পরিষেবা।


এমনকি এই কোচগুলিতে থাকছে স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা এবং যাত্রীদের উষ্ণ ও শীতল খাদ্য-পানীয় সরবরাহের জন্য প্রতিটি কামরায় থাকছে ছোট প্যান্ট্রি কার। গত বুধবার আরসিএফ জেনারেল ম্যানেজার রবীন্দ্র গুপ্তার উপস্থিতিতে প্রথম লাইনের উপরে সচল হয় সদ্যনির্মনিত ডবলডেকার কোচগুলি।
কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল রেলের নতুন ডবল ডেকার কোচকে স্বাগত জানিয়ে টুইট করেন, ‘‘কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি দেশীয় প্রযুক্তির উন্নয়ন ও উদ্ভাবনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। নতুন প্রজন্মের ডবল ডেকার এসি চেয়ার কার কোচগুলি দেখুন, যা ঘণ্টায় ১৬০ কিমি গতিবেগে ছুটতে সক্ষম। যাত্রী পরিষেবায় বনামানোর আগে কোচগুলির নিরাপত্তা পরীক্ষা করবে আরডিএসও।’’