দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অক্সফোর্ড টিকার বিষয়ে বিস্তারিত ভাবে জানালেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কর্ণধার আদর পুনাওয়ালা। তিনি হিন্দুস্থান টাইমস লিডারশিপ সামিটে আমন্ত্রীত ছিলেন। সেই সম্মেলণে প্রশ্ন করা হলে তিনি জানান সবকিছু ঠিক থাকলে আগামী তিন-চার মাসের মধ্যেই অক্সফোর্ড টিকা ভারতের বাজারে চলে আসবে। দাম হবে ডোজ পিছু ৫০০-৬০০ টাকা। প্রত্যেক কে দুটি করে ডোজ ইঞ্জেকশন নিতে হবে।
তবে ওই সামিটে এই ভ্যাকসিনের সম্ভাব্য সাইড এফেক্টস নিয়ে অনেকের মনে যে প্রশ্ন রয়েছে সেটি উত্থাপন করা হয়। এই প্রশ্নের উত্তরে মিস্টার পুনাওয়ালা জানান যে এখনও পর্যন্ত ভলান্টিয়ারদের ওপর এই সম্ভাব্য টিকার পরীক্ষায় তেমন কোনও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায় নি। তবে তিনি বলেন যে তিনিও প্রথমে এই নিয়ে সকলেই তাঁরা উদ্বিগ্ন ছিলেন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে টিকার ডোজের ইঞ্জেকশন নেওয়ার পর সাময়িকভাবে স্বল্প জ্বর, মাথা ব্যথা, সর্দি কাশি বা সামান্য একটু দুর্বলতা ছাড়া কিছু হচ্ছে না। আর সেটাও বাজার চলতি প্যারাসিটামল খেলেই সেরে যাচ্ছে বলে জানান সেরাম কর্তা।
ইতিমধ্যে মার্কিন দুই কোম্পানী ফাইজার ও মডর্না জানিয়েছে চুড়ান্ত ট্রায়ালে তাদের দুটি ভ্যাকসিন ৯০-৯৫% পর্যন্ত কার্যকরি প্রভাব দেখাচ্ছে। ইতিমধ্যেই এই দুই কোম্পানী বহি: বিশ্ব থেকে অর্ডার নেওয়া শুরু করেছে। ভারতের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ১৫০ কোটি ডোজ কেনার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফাইজারের সাথেই কথা চলছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কিন্তু ফাইজারের টিকা দেশের প্রত্যন্ত অঞ্চলে কিভাবে পৌঁছে দেওয়া যাবে বা সেই ধরণের অত্যাধুনিক কোল্ডচেইনের বিষয়ে মন্ত্রক কী পরিকল্পনা গ্রহণ করেছেন সে বিষয়ে এখনো কিছু বিশদে জানা যায় নি।