দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনার রেশ কাটাতে চেষ্টা করছেন সকলেই। ইতিমধ্যে পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোতে চেষ্টা করছে। কিন্তু তবুও কিছুতেই করোনাকে ঠেকানো যাচ্ছে না। আর তার দরুন আক্রান্তের সংখ্যাটা বাড়ছে হু হু করে। দেশে করোনা আক্রান্তের সংখ্যাটা ইতিমধ্যেই ৯০ লক্ষ পার করে গিয়েছে। এবং মৃত্যুসংখ্যা বেড়ে ১ লক্ষ ৩২ হাজারের উপর চলে গিয়েছে। দিন দিন পরিস্থিতি এক ভয়াবহ রুপ নিচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এমনই চলতে থাকলে খুব শীঘ্র ভারত আমেরিকাকে ছুঁয়ে ফেলতে পারে। আর এই কারনেই এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। বিভিন্ন রাজ্যে উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক দল পাঠানোর চিন্তাভাবনা চলছে। এবং অতিমারি সামাল দিতে রাজ্যগুলি সঠিক পদক্ষেপ করছে কি না, তা দেখবেন ওই পর্যবেক্ষক দল।
কিছুদিন আগেই কালীপুজো, ভাইফোঁটার উৎসব গিয়ে এখন ছট পুজোর রেশ চলছে। উৎসবে মাতোয়ারা সকলেই। তবে উৎসবের আগে করোনার যে গ্রাফ ছিল উৎসবের পর তা উর্ধ্বমুখী হচ্ছে ক্রমশ।নতুন করে হচ্ছে পরিস্থিতির অবনতি। আর এই অবনতি হওয়ায় ইতিমধ্যেই হরিয়ানা, রাজস্থান, গুজরাত এবং মনিপুরে এক বিশেষ পর্যবেক্ষক দল পাঠানো হয়েছে। কিন্তু শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান সামনে আসার পর দেখা যায়, দিল্লি (৭৫৪৬), কেরল (৫৭২২), মহারাষ্ট্র (৫৫৩৫), পশ্চিমবঙ্গ (৩৬২০)-এর মতো রাজ্যগুলিতে গত ২৪ ঘণ্টায় বহু মানুষ নতুন করে সংক্রমিত হয়েছেন।তবে শুক্রবার সকালে প্রকাশিত দৈনিক সংক্রমণ এবং সুস্থতার সংখ্যাও সরকারের দুশ্চিন্তা বাড়িয়েছে। ৪৭ দিন পর এই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা দৈনিক সুস্থতাকে ছাপিয়ে গিয়েছে।
উল্লেখ্য, তবে সংক্রমিত রোগীদের খুঁজে বার করে রাজ্যগুলিকে ইতিমধ্যেই দৈনিক নমুনা পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।