পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে এক ঐতিহাসিক রায়ে বলা হয় যে কাকু, মামা, মাসি, পিসির সন্তানদের মধ্যে বিয়ে অবৈধ। ১৮ ই আগস্ট, লুধিয়ানা জেলার খান্না শহরের থানায় এক ২১ বছর বয়সী তরুণের বিরুদ্ধে আইপিসি ৩৬৩ এবং ৩৬৬ ধারায় মামলা করা হয়। ছেলেটির আইনজীবী আগাম জামিনের আবেদন করে হাইকোর্টে মামলা দায় করে।
রাজ্য সরকারের আইনজীবী আগাম জামিনের বিরোধিতা করেন এবং হাইকোর্ট কে জানানো হয় যে মেয়েটি নাবালিকা এবং ছেলেটি ও মেয়েটি সম্পর্কে খুড়তুতো ভাই বোন হয়। মেয়েটির বাবা মা থানায় অভিযোগ জানায়। তরুণের আবেদন থেকে জানা যায় মেয়েটির বয়স ১৮ বছর এবং তারা ২ বছর ধরে লিভ ইন করছে।
ছেলেটির আইনজীবী আবেদন করেন যে মেয়েটির বাবা মা এর দ্বারা দুজনের ওপর বিপদের আশঙ্কা আছে। কোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছে যে তরুণ তরুণীর বিপদের আশঙ্কা থাকলে তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
মামলায় হাইকোর্ট সরাসরি জানায় যে কাকু, মামা, মাসি, পিসির সন্তানদের মধ্যে বিয়ে অবৈধ এবং সেটা বেআইনি। কোর্ট জানায় মেয়েটির বয়স ১৮ হলেও এক্ষেত্রে বিষয় টা বেআইনি। এই ধরনের বিয়ে ভারতের লঘু সম্প্রদায়ের মধ্যে হয় তাই এই মামলার রায়ে গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়েছে।