দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এক জন বাদে হিমাচল প্রদেশের লাহৌলের থোরং গ্রামের সকলেই করোনা ভাইরাসে আক্রান্ত। গ্রামে থাকেন মোট ৪২ জন। এর মধ্যে ৪১ জনই করোনায় আক্রান্ত হয়েছেন। গ্রামের একমাত্র বাসিন্দা ভূষণ ঠাকুর, যাকে এখনও পর্যন্ত করোনা কাবু করতে পারেনি।
করোনার ঘটনা দিন দিন বাড়ছে হিমাচল প্রদেশের লাহৌল স্পিতিতে।এখনও পর্যন্ত এই জেলায় ৮৫৬ জন করোনা পজিটিভ হয়েছেন। ৫২ বছরের ভূষণ ঠাকুর হলেন সেই ব্যক্তি যিনি করোনায় আক্রান্ত হননি। তবে তাঁর স্ত্রী-সহ পরিবারের ৬ জনই কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে।
পরিবারের সদস্যরা করোনা পরীক্ষায় পজিটিভ আসতেই নিজেই আইসোলেট করেন ভূষণ। আলাদা রান্না করেও খেতেন। তিনিও করোনা পরীক্ষা করেন, তবে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে।
নিজের রিপোর্ট দেখে অবাকই হন ভূষণ ঠাকুর। উপত্যকার সকলের সঙ্গে সঙ্গে অবাক হয়েছে স্বাস্থ্যবিভাগও। মনে করা হচ্ছে ভূষণ ঠাকুরের অনাক্রম্যতা সম্ভবত অন্যদের তুলনায় অনেক ভাল। তবে জানা গিয়েছে, তিনি প্রথম থেকেই নিয়মিত মাস্ক পরেছেন, হাত স্যানিটাইজ করতেন। মেনে চলেন সামাজিক দূরত্ববিধিও। নির্দেশাবলী মেনেই মাঠে চাষ করতে যান ভূষণ ঠাকুর।
ভূষণ ঠাকুর জানান, ‘”ভাগ্যক্রমেই রক্ষা পেয়েছি। বাড়ির বাকি পাঁচজনই করোনায় আক্রান্ত। ওদের রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই আলাদা ঘরে থাকছি। গত চারদিন ধরে নিজেই রান্না করে খাচ্ছি। সেই সঙ্গে স্যানিটাইজ করা, মাস্ক পরার মতো সমস্ত কোভিড বিধি মেনেই দিন কাটছে”।