দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বৈশ্বিক মহামারী ঠেকাতে সকলেই যেখানে বলছেন ‘গো করোনা গো’ বুলি! কিন্তু এর ঠিক উল্টো চিত্র দক্ষিণ কেরলের কোল্লামে! সেখানে কান পাতলেই শোনা যাচ্ছে ‘করোনা কী জয়’ ধ্বনি! অবাক হলেন! আসলে এই করোনা মারণ ভাইরাস করোনা নয়, দক্ষিণ কেরলের কোল্লাম পুরসভা নির্বাচনে মাথিলিল ওয়ার্ড থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন যে প্রার্থী, তাঁর নাম করোনা, ২৪ বছর বয়সি ওই মহিলার নাম করোনা থমাস।
দক্ষিণ কেরলে নির্বাচনী প্রচারে তাই শোনা যাচ্ছে ‘জয় করোনার জয়’ স্লোগান, নির্বাচনী হোর্ডিংয়ে লেখা, ‘করোনাকে ভোট দিন’। সব মিলিয়ে বেশ মজার পরিস্থিতি কোল্লামে। আর এমন নামের জন্য খবরের শিরোনামে করোনা থমাস। তবে,তাঁর শরীরেও থাবা বসিয়েছিল মারণ ভাইরাস। এমনকি কোভিড পজিটিভ অবস্থাতেই অক্টোবর মাসে সন্তানের জন্ম দেন বিজেপি প্রার্থী। তখনও এই বিষয়ের জন্য খবরে ছিলেন, এখন ফের একবার!
থমাস বলেন ” প্রথমদিকে মানুষ আমার দিকে কেমন অবাক নজরে দেখত। আমি তাঁদের বোঝাই যে, তাঁরা এই বছর প্রথম করোনা নামটা শুনছে, কিন্তু আমার বাবা ২৪ বছর আগেই আমার নাম করোনা রেখেছিল। তাঁরাও ধীরে ধীরে বুঝতে পারে। এখন সাধারণ মানুষ আমায় তাঁদেরই একজন হিসাবে গ্রহণ করেছেন। আশা করি এর প্রতিফলন ব্যালট বাক্সেও পড়বে।”নির্বাচনী প্রচারে বেরিয়ে নামের কারণে বহুবার অপ্রস্তুত হতে হয়েছিল করোনা থমাসকে।


কিন্তু কেন এই নামের রহস্য কী! করোনা থমাস জানান, ” বাবা শিল্পী। জমজ দুই সন্তানের ইউনিক নামকরণ করতে চেয়েছিলেন। ছেলের নাম রেখেছিলেন কোরাল আরক মেয়ের নাম করোনা।”