দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ-এর শারীরিক অবস্থার অবণতি। তাঁর শরীরের একাধিক অঙ্গ বিকল হওয়ার কারণে, তাঁকে রাখা হয়েছে ১০০% ভেন্টিলেশনে। এই প্রসঙ্গে অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, ‘ তরুণ গগৈকে করোনা পরবর্তী উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটেনি। বরং আরও খারাপ হতে শুরু করে।
হসপিটাল সূত্রে জানা গিয়েছে এই মূহুর্তে মারাত্মক শ্বাসকষ্টে ভুগছেন তিনি। প্রথম থেকেই তাঁকে রাখা হয়েছে ইনভেসিভ ভেন্টিলেশনে। শনিবার তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায়, চিকিত্সকরা তাঁর ইনটিউবেশন ভেন্টিলেশন শুরু করেছে।
উল্লেখ্য, আগস্ট মাসের শেষের দিকে করোনা ভাইরাসে আক্রান্ত হন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। করোনার চিকিত্সার পর অক্টোবর মাসে হাসপাতাল থেকে ছাড়াও পান তিনি। তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে, নভেম্বর মাসের শুরুতে ফের অসুস্থ বোধ করায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।